ডিভোর্সের সময় হৃতিকের কাছ থেকে যত টাকা নিয়েছেন সুজান
বলিউডের প্রতিনিয়তই চলে তারকাদের বিচ্ছেদ। পান থেকে চুন খসলেই দাম্পত্য জীবনের ইতি টানতে মরিয়া হয়ে ওঠেন তারকারা। শুধু বিচ্ছেদই নয়, এ সময় বড় অঙ্কের ভরণপোষণের টাকাও নিয়ে কিংবা দিয়ে থাকেন তারকারা। এমনই এক ‘বড় বাজেটের বিচ্ছেদ’হয়েছিল হৃতিক রোশন ও সুজান খানের।
ভালোবেসে ২০০০ সালের ২০ ডিসেম্বর প্রেমিকা সুজানের সঙ্গে ঘর বাঁধেন হৃতিক। তবে সেই সংসারে হঠাৎ বেজে ওঠে বিচ্ছেদের সুর। ২০১৪ সালের ১ নভেম্বর ডিভোর্স হয় হৃতিক-সুজানের। এই জুটির বিচ্ছেদের খবরে তোলপাড় হতে থাকে সব মহলে। অন্য নারীর প্রতি আকর্ষণের কারণেই নাকি বিচ্ছেদ ঘটে তাদের।
জানা গেছে, ভরণপোষণ বাবদ হৃতিকের কাছ থেকে প্রায় ৪০০ কোটি চেয়ে দাবি করেছিলেন সুজান। তবে এতো টাকা দিতে রাজি হননি অভিনেতা। শেষমেশ হৃতিকের অনুরোধে ২০ কোটি ছাড় দিয়েছিলেন সুজান। পরে প্রাক্তন স্ত্রীকে ৩৮০ কোটি টাকা দিতে হয়েছিল এই অভিনেতাকে।
তবে এই কারণে বন্ধুত্ব এতটুকু নষ্ট হয়নি হৃতিক-সুজানের। বিচ্ছেদ হলেও আজও যোগাযোগ রয়েছে তাদের। এমনকি তাদের দুই সন্তান হৃদান ও রেহানকে একসঙ্গেই মানুষ করছেন দুজনে।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে এখন দুজনের পথ আলাদা। এই মুহূর্তে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন হৃতিক। অন্যদিকে অভিনেতা আরসালান গোনির সঙ্গে নতুন পথচলা শুরু করেছেন সুজানও।
আরটিভি/এইচএসকে/এআর
মন্তব্য করুন