• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

‘আগে থেকে কোনো কিছু আর জানান দিতে চাই না’

  ০১ নভেম্বর ২০২৪, ১৯:০১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেশ চটপটে স্বভাবের স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা। রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সব কিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

আগামী ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে তার ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এটি পরীর প্রথম ওয়েব সিরিজ। শুরু থেকেই কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। আরটিভির সঙ্গে আলাপকালে ওয়েব সিরিজটিতে কাজের অভিজ্ঞতাসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি।

আরটিভি: ‘রঙিলা কিতাব’র জার্নিটা কেমন ছিল?

পরীমণি: ‘রঙিলা কিতাব’ যেহেতু আমার প্রথম ওয়েব সিরিজ সেই ক্ষেত্রে শুরু থেকেই একটু বাড়তি উত্তেজনা কাজ করছিল। তার থেকে আরও বড় ব্যাপার হলো সবাই মিলে এত সুন্দরভাবে কাজটা শেষ করে এসেছি সেটি আরও বেশি আনন্দের।

আরটিভি: ‘রঙিলা কিতাব’র সুপ্তি চরিত্রটির সঙ্গে আপনার বাস্তব জীবনের কতটুকু মিল পেয়েছেন?

পরীমণি: আমি প্রথমেই আমার লুকের দিকে নজর দিয়েছিলাম। আমার প্রেগন্যান্সির জার্নির সময় আমার লুক যেমন ছিল ঠিক সেই একই শারীরিক লুকটাই আমাকে সুপ্তি চরিত্রটির জন্য দেওয়া হয়েছিল। তাছাড়া সুপ্তি মাঝেও কোথাও না কোথাও পরীমণির একটা ব্যাপার আছে।

আরটিভি: ওয়েব সিরিজটি নিয়ে কতটুকু আশাবাদী আপনি?

পরীমণি: আমি ভীষণ আশাবাদী। একটু বেশি আশা করতে তো ক্ষতি নেই, হা হা হা। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত বেশি নাভার্স লাগছে। সবাই এত আগ্রহ দেখাচ্ছে কাজটি নিয়ে যা আমি কখনো কোন কাজে পায়নি। সবাই বড্ড বেশি অধৈর্য হয়ে গেছে যে কখন আসবে, কখন আসবে। আসলে সবার এই আগ্রহটা দেখে এখন আমার বেশ ভয় হচ্ছে। তবে আমার বিশ্বাস কাজটি সবার ভালো লাগবে।

আরটিভি: অনেকেই বলেন বিয়ে কিংবা বাচ্চা হলে নায়িকাদের ক্যারিয়ারে ভাটা পড়ে। বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কী?

পরীমণি: হতে পারে এমন। আমরাও অনেক নায়ক-নায়িকার বিয়ে বাচ্চার খবর জানতাম না। আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথাও ছিল না। তবে আমার মনে হয় না কাজের জন্য বিষয়টি লুকিয়ে রাখার মতো কিছু। এর মধ্যে বাচ্চার বিষয়টি তো আরও আলাদা। এটি অনেক আনন্দের ব্যাপার। সন্তানের বিষয়টা আমার কাছে অনেক গর্বের, আনন্দের। উল্লাস করে সবাইকে জানানো উচিত আমি মা হয়েছি। সন্তানের বিষয়টা খুব সেন্সেটিভ। এখানে লুকুচুরি করার কিছু নেই। আমি প্রমাণিত যে আমার সন্তানকে সবাই এত বেশি ভালোবাসে। শুধু আমার নয়, সমসাময়িক অনেক নায়িকাই যারা মা হয়েছেন তাদের কিন্তু সবাই বাহবা দিয়েছে। আমার যেভাবে কাজের নক আসে আমি কখনো ফিল করি না যে আমার কাজ কমে গেছে বা চাহিদাটা নেই। বরং কেন জানি সবাই এখন আগের চেয়ে আরও বেশি ভালোবাসে আমাকে। আলহামদুল্লিলাহ, আমি একজন মা হওয়ার পর অনেক বেশি গুছানো হয়েছি, অনেক সুন্দর জীবন যাপন করছি।

আরটিভি: দেশের বড় পর্দায় কবে দেখা যাবে আবার পরীমণিকে?

পরীমণি: বড় পর্দার জন্য ইতোমধ্যে আমার দুইটি সিনেমা ‘ডোডোর গল্প’ ও ‘ফেলুবক্সি’ প্রস্তুত হয়ে আছে। আমি অবশ্যই চেষ্টা করবো দুইটি সিনেমার মাঝে একটা সময়ের গ্যাপ থাকুক। কারণ আমাদের ওপর তো একটা চাপ থাকে প্রমোশনের জন্য। এই দুটি সিনেমা মুক্তি পেতে পেতে আমার নতুন কাজও তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মনে হয় না বড় ধরনের কোনো গ্যাপ দর্শক কিংবা আমার কাজের সঙ্গে হবে।

আরটিভি: নতুন কাজের কী অবস্থা?

পরীমণি: আগে থেকে কোনো কিছু আর জানান দিতে চাই না। সব কিছু যখন পুরোপুরি চূড়ান্ত হবে, আমার টিম যখন মুভ অন করবে তখনই আমি সব বলবো। এর আগে নতুন কোনো কাজের খবর জানাতে চাই না। শুধু একটা খবরই দিতে চাই যে ৮ তারিখ ‘রঙিলা কিতাব’ আসছে , সবাই ‘রঙিলা কিতাব’কে ভালোবাসুন।

আরটিভি/এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের ৩ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
ট্যাক্স ছাড়াই করা যাবে বিয়ে
শীতকালে বিয়েবাড়ির সাজে বজায় রাখুন স্টাইল ও আরাম
প্রকাশ্যে এলো তমালিকার বিয়ের খবর