প্রযোজকের নাম করে অভিনেত্রীকে হোটেলে ডাক, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ , ০১:৫৯ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন জগতে জালিয়াত চক্রের অভাব নেই। কাজ দেওয়ার নামে কখনো হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা কিংবা কখনো নায়িকা বানানোর নামে কেড়ে নেওয়া হচ্ছে সর্বস্ব। সম্প্রতি তেমনি এক ঘটনা ঘটেছে টালিউডে।  ওপার বাংলার নামী প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা। আর এই প্রযোজকের পরিচয়ে অভিনেত্রীদের ডাকা হচ্ছে হোটেলে। শুধু তাই নয়, তাদের থেকে মোটা অংকের টাকাসহ দেওয়া হচ্ছে বিভিন্ন প্রস্তাবও।

ফাঁদে পড়ার আগেই ভারতীয় গণমাধ্যমকে চাঞ্চল্যকর তথ্য দিলেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। ঘটনার পর সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন মৌমিতা।

বিজ্ঞাপন

তিনি জানান, সম্প্রতি শ্রীকান্ত নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে যোগাযোগ করা হয়। ওই প্রোফাইল থেকে সরাসরি তাকে কাজের প্রস্তাব দেওয়া হয়। মেসেঞ্জারে কল করে নিজেকে প্রযোজক শ্রীকান্ত মোহতা দাবি করে হিন্দিতে একজন ব্যক্তি কথাও বলেন। সেই মতো ৫ অক্টোবর সন্ধ্যায় একজন কাস্টিং ডিরেক্টরের সঙ্গে তাকে দেখা করতে বলা হয়। এরপর তিনি সিড নামের একটি ছেলের সঙ্গে দেখা করেন।

মৌমিতা বাংলায় ‘কণ্ঠ’ ও ‘সূর্য’র মতো ছবির পাশাপাশি বলিউডেও কাজ করেছেন। একসময় বলিউডে পরিচালক বিশাল ভরদ্বাজের কাস্টিং ডিরেক্টর হিসাবেও তিনি কাজ করেছেন। সাধারণত ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা অডিশন বা কাজের প্রস্তাবসংক্রান্ত আলোচনা তাদের অফিসেই করে থাকে। 

বিজ্ঞাপন

মৌমিতা বলেন, রাস্তার পাশে গাড়িতে বসেই তিনি আমাকে চিত্রনাট্য শোনান। ছেলেটি যেভাবে কথা বলে, তাতেই বুঝতে পারি ইন্ডাস্ট্রির কর্মপদ্ধতি সম্পর্কে সে ওয়াকিবহাল। অদিতি রায়ের পরিচালনায় আবীরদার (আবীর চট্টোপাধ্যায়) সঙ্গে একটি ছবির জন্য আমাকে অডিশন দিতে বলা হয়। প্রযোজনা সংস্থার নামাঙ্কিত চুক্তিপত্রেও মৌমিতাকে স্বাক্ষর করানো হয়। নেওয়া হয় তার সরকারি পরিচয়পত্রের প্রতিলিপিও।

এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তার পর অডিশনের জন্য নিকটবর্তী একটি হোটেলে মৌমিতাকে নিয়ে যাওয়া হয়। মৌমিতার দাবি, ততক্ষণে তিনি বুঝে গেছেন কোনো গোলমাল হচ্ছে। তাই হোটেল থেকে বেরিয়ে আসেন এবং বলেন, অডিশনের ভিডিও রেকর্ড করে পরে কাস্টিং ডিরেক্টরকে পাঠিয়ে দেবেন। মৌমিতা বলেন, তারপরেও ইচ্ছে করেই কথোপকথন এগিয়ে নিয়ে যাই যাতে আমার কাছে জলঘোলা এই বিষয় আরও পরিষ্কার হয়।

বুধবার সকালে শ্রীকান্তের ভুয়া প্রোফাইল থেকে মৌমিতার কাছ থেকে কার্ডের জন্য টাকা চাওয়া হয়। তারপর কিউআর কোড পাঠিয়ে ইউপিআই আইডির মাধ্যমে ৭ হাজার ৫০০ টাকা পাঠাতে বলা হয়। অভিনেত্রী প্রযোজনা সংস্থার দপ্ গিয়ে টাকা দিতে চাইলে তাকে ব্যাঙ্কের মারফত টাকা পাঠাতে বলা হয়। 

মৌমিতা বলেন, টাকা দিতে অস্বীকার করায় তখন ওই প্রোফাইল থেকে আবার কল আসে। তখন আর হিন্দি নয়,  বাংলায় আমাকে হুমকি দেওয়া হয় যে টাকা না দিলে ক্যারিয়ারের ক্ষতি করে দেওয়া হবে!

আরটিভি /এএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.