ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নিজ বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ , ০৩:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’র অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। বুধবার (৫ মার্চ) তার হলিউড হিলসের বাড়ি থেকে ৬২ বছর বয়সী এ অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা বাখ। সাবেক স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে অভিনেতা বলেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত।

হ্যাসেলহফ বলেন, শোকের এই সময় পাড়ি দেওয়া তাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।

বিজ্ঞাপন

১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।

বিশ্বজুড়ে সাড়া জাগানো আশির দশকের আরেকটি টেলিভিশন সিরিজ ‘নাইট রাইডার’-এ অভিনয়ের সময় পামেলা ও হ্যাসেলহফের পরিচয় হয়। ১৯৮৯ সালে তারা বিয়ে করেন। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |