• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফেসবুকে লেখার কোটা শেষ: প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১১ নভেম্বর ২০২৪, ২১:২৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে শুরু থেকেই পাশে ছিলেন তারকারা। রাজপথে নেমে নিজ নিজ জায়গা থেকে জানিয়েছেন প্রতিবাদও। শুরু থেকেই সরব ছিলেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ।

প্রিন্স মাহমুদ রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনার পর্যন্ত সশরীরে ছিলেন আন্দোলনকারীদের সঙ্গে। পাঁচ আগস্টের পর সরকারি একটি কমিটিতে ডাক পেয়েছেন, কিন্তু বিনয়ের সঙ্গে সেটিও ফিরিয়েছেন। এবার দুই মাসের ২ মাসের ফেসবুকে লেখার কোটা শেষ করলেন। অর্থাৎ গানের জগতে ফিরে গেলেন ‘বাংলাদেশ’ গানের স্রষ্টা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রিন্স মাহমুদ জানান, ইচ্ছেমতো পোস্ট করলাম গত দুদিন। আগামী ২ মাসের ফেসবুকে লেখার কোটা শেষ। শহরের বাইরে দুর্দান্ত একটা স্টুডিওতে কাজ করতে ঢুকতেছি। একটানা থার্টিফার্স্ট পর্যন্ত কাজ করব ইনশাআল্লাহ। কিছু গান করেছি আর এমন কিছু শিল্পীর গান নিয়ে আসব যেটা অনেকেই চেয়েছেন কিন্তু এতদিন করা হয়ে ওঠেনি। আশা করছি ভালো লাগবেই।

স্টুডিওতে ডুব দেওয়ার আগে ভেসে ওঠা পর্যন্ত প্রিন্সের একটাই প্রত্যাশা, নতুন পুরনো তার সব বন্ধুরা যেন নিরাপদে থাকে।

এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথবাক্য পড়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ।

ফারুকীকে শুভেচ্ছা জানিয়ে প্রিন্স মাহমুদও বলেন, ফারুকী একদম ঠিক আছে। এই মুহূর্তে ওকেই দরকার। ‘সূর্য ঠিকই এসে গড়াগড়ি খায় তোমার কোলে বারান্দায়’। একটা নতুন শুরু...।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরুরি সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে: সারজিস
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে মারামারি
‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, এই দাবির সত্যতা নিয়ে যা জানা গেল