• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

সায়ানের একক সংগীতসন্ধ্যা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৩ নভেম্বর ২০২৪, ১১:২৬
ফারজানা ওয়াহিদ সায়ান

জনপ্রিয় সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। বরাবরই যার প্রতিবাদী গানে মুগ্ধ হন শ্রোতা-দর্শক। প্রায় দুই বছর পর কোনো একক কনসার্টে মঞ্চ মাতাবেন সায়ান।

আগামী ২২ নভেম্বর ‘গানে গানে সায়ান’ শিরোনামে আয়োজিত কনসার্টে গান গাইবেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে কনসার্টটির আয়োজক ‘আজব কারখানা’ নামে একটি প্রতিষ্ঠান।

আজব কারখানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এদিন সন্ধ্যায় ৬টায় শুরু হবে সায়ানের কনসার্ট। দুই ঘণ্টারও বেশি সময় ধরে গাইবেন তিনি। দীর্ঘদিন পর কোনো একক শোতে পাওয়া যাবে তাকে।

এ প্রসঙ্গে সায়ান বলেন, আজব কারখানার আয়োজনে অনেক দিন পর একক গানের আসরে গান গাইব। মাঝে অনেক কিছু ঘটে গেছে। গানের মানুষ হিসেবে সেই সময়ের তীব্র দুঃখ, বেদনা আবার নতুন দিনের আশা–আকাঙ্ক্ষার আবেশ নিয়েই হাজির থাকতে চাই এ আসরে। আপনাদের সঙ্গ সব সময়ই আমার শক্তি।

সর্বশেষ গেল বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে একক শো করেছিলেন সায়ান। এর ভেতর দেশে আর কোনো একক শো করেননি এই গায়িকা। দীর্ঘদিন পর আবারও তার একক সংগীতসন্ধ্যায় মেতে উঠবেন শ্রোতা-দর্শকেরা।

কনসার্টটি নিয়ে আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, কনসার্টে সেভাবে দেখা যায় না সায়ানকে। নিজের মতো করেই সংগীত চর্চা করেন। কিন্তু আমি জানি, আমার মতো অনেকেই তার গান শুনতে উন্মুখ হয়ে থাকে। তাই আমাদের এই আয়োজন।

‘আবরার ফাহাদ’, ‘আমার নাম প্যালেস্টাইন’, ‘কালো মানুষ’সহ বহু গানের মাধ্যমে বাংলাদেশ ছাপিয়ে বিশ্বজুড়ে চলা অন্যায়ের প্রতিবাদ করেছেন সায়ান। প্রতিবাদী গানের পাশাপাশি ‘তার চেয়ে মেনে নাও’, ‘হঠাৎ করেই চোখ পড়েছে’, ‘এক হারিয়ে যাওয়া বন্ধু’, ‘মুখোশ’, ‘ফিরতে ঘরে ভয়’র মতো প্রেম-বিরহের গানও করেছেন তিনি।

প্রসঙ্গত, গেট সেট রক ডটকমেন টিকিট পাওয়া যাচ্ছে কনসার্টের। তিন ধরনের টিকিটের মূল্য ৫০০, ৭০০ ও ১০০০ টাকা।


আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচনায় সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’
সাত মিলনায়তনের নাম পরিবর্তন, যা বলছেন নাট্যজনরা
বদলে যাচ্ছে শিল্পকলার সাত মিলনায়তনের নাম
অঞ্চল নয়, আমরা দেশ নিয়ে ভাবছি: সমাজকল্যাণ উপদেষ্টা