নতুন প্রেমে মজেছেন ভাবনা

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ , ০৫:১৬ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান সময়ের মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত তিনি। তবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে দু’মুখো আচরণের কারণে সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী। এরপর থেকেই অনেকটা আড়ালে চলে যান ভাবনা।

বিজ্ঞাপন

বর্তমানে আড়াল ভেঙে ফের সবর হচ্ছেন কাজে। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ফেসবুকেও লিখে যাচ্ছেন নানা কথা। প্রকাশ করছেন নিজের আঁকা নানা ছবি ও কাজের তথ্য।

বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে অংশ নেন ভাবনা। এ সময় অতিথিদের সামনে তুলে ধরেন নতুন প্রেমের কথা। জানান, ছবি আঁকতে গিয়েই এবার সবুজ রঙের প্রেমে পড়েছেন তিনি।

ভাবনা বলেন, ইদানীং সবুজ রঙের প্রেমে পড়ছি। তাই গাছপালা, প্রকৃতির ছবি আঁকছি৷ তবে ব্যক্তি প্রেমে পড়তে চাই না।

বিজ্ঞাপন

ভাবনা জানান, ২০২৫ সালের বইমেলায় প্রকাশ হবে তার নতুন আরও একটি বই। নাম ‘আমার কোন বন্ধু ছিল না’। তবে এটি কবিতা, গল্প না উপন্যাস সে বিষয়ে বিস্তারিত জানাননি এই অভিনেত্রী।

এদিকে ভাবনা সবশেষ যুক্ত হয়েছেন ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের সিনেমায়। হিমু আকরামের পরিচালনায় এতে জুলেখা চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাতে আরও থাকছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও ঢাকার অভিনেতা শরিফুল রাজ।

আরটিভি / এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission