ঢাকাSaturday, 28 June 2025, 14 Ashaŗh 1432

শাবনূরের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, মুখ খুললেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ , ০৭:১৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢালিউডের নব্বই দশকের দাপুটে অভিনেত্রী শাবনূরের জন্মদিন মঙ্গলবার (১৭ ডিসেম্বর)। জীবনের ৪৫ বসন্ত পেরিয়ে আজ ৪৬ বছরে পা দিলেন তিনি। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি, যা আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে আছেন তিনি। বর্তমানে নিয়মিত পর্দায় না থাকলেও এতটুকু জনপ্রিয়তা কমেনি তার।

বিজ্ঞাপন

এদিকে ঢাকাই সিনেমার নব্বই দশকের আরেক দাপুটে নায়িকা পূর্ণিমা। বর্ণাঢ্য অভিনয় জীবনে তিনিও অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন, কুড়িয়েছেন অগণিত ভক্ত অনুরাগীর ভালোবাসা। মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) শাবনূরের জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ণিমা।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, শুভ জন্মদিন বাংলাদেশের সেরা অভিনেত্রী। আপনার অবিশ্বাস্য প্রতিভা, উৎসর্জন এবং অনুপ্রেরণাদায়ক কর্মক্ষমতা লাখ লাখ মানুষের জন্য আনন্দ ও গর্ব বয়ে নিয়ে আসছে। সুখী থাকুন এবং উজ্জ্বল থাকুন।

গেল বছর স্বামী ও কন্যাকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই খবর জেনেছিলেন শাবনূর। পরে পূর্ণিমাকে খুঁজে বের করে শাবনূর তার বাসায় আমন্ত্রণ জানান। এরপর পূর্ণিমা তার বাসায় যান এবং নিজের ফেসবুক পেজ থেকে শাবনূরের সঙ্গে লাইভে আসেন।

অনেকের মনে ধারণা, ঢালিউডে নিজেদের রাজত্ব বহালের প্রতিযোগিতা থেকেই শাবনূর-পূর্ণিমার দ্বন্দ্ব। গুঞ্জনে জল ঢেলে দেন এই দুই তারকা। তারা জানান, সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক। কিন্তু মোটেও তা না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্ণিমা বলেন, আমাদের দুজনের সম্পর্কটা ফুলের পাপড়ির মতো। শাবনূর আপা অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, নির্মাতারা শাবনূর আপার উদাহরণ দিয়ে সেভাবে কাজ চাইতেন আমাদের কাছে। কিন্তু আমরা আপার ধারেকাছেও ছিলাম না। আমি অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। মানুষ হিসেবে তার তুলনা নেই।

আরটিভি /এএ/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |