মেহজাবীনের ‘প্রিয় মালতী’ দেখে যা বললেন তারকারা

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ০৩:২৩ পিএম


মেহজাবীনের ‘প্রিয় মালতী’ দেখে যা বললেন তারকারা
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন তিনি। গত ২০ ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীনের ‘প্রিয় মালতী’। প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক করেই সিনেমাপ্রেমীদের নজর কেড়েছেন অভিনেত্রী।

শুধু দর্শক নয়, শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করে তারকাদেরও মন কেড়েছেন মেহজাবীন। তার অভিনয় দেখে এমনও বলছেন তরকারা, সিনেমায় আরও আগে কেন আসেনি মেহজাবীন। বলা যায়, অভিনেত্রীর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ সিনিয়র তারকারা। 

বিজ্ঞাপন

পর্দায় অভিনয় শুরুর আগেই যখন নিজেকে এগিয়ে নিতে ব্যস্ত মেহজাবীন। তখন  শিক্ষক হিসেবে পেয়েছিলেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিকে। আর তাই তাকে কাছে পেতেই ‘গুরু’ বলে সম্বোধন করলেন মেহজাবীন। অভিনয়, সংলাপের খুঁটিনাটি বিষয়গুলোর সঙ্গে আফসানা মিমির কাছ থেকেই শেখা অভিনেত্রীর। 

মেহজাবীনের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখতে এসেছিলেন আফসানা মিমি। বড় পর্দায় মেহজাবীন কেমন করেছে জানতে চাইলে তিনি বলেন, তার শিষ্য ভালোই শুধু করেনি, খুব ভালো করেছে। 

নুসরাত ইমরোজ তিশা বলেন, মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। ‘প্রিয় মালতী’র  নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য।

জয়া আহসান তো রীতিমতো ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন মেহজাবীনকে। সিনেমা দেখা শেষে গণমাধ্যমে অভিনেত্রী বলেন, অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো সিনেমায় আসতে এত দেরি। 

বিজ্ঞাপন

বিজরী বরকতুল্লাহ থেকে শুরু করে নির্মাতা রায়হান রাফী, তমা মির্জা, রাকা নওশীন নাওয়ার, রুনা খান, নাবিলা, ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, সৈয়দ আহমেদ শাওকী, প্রযোজক শাহরিয়ার শাকিল শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রিয় মালতী’ টিম ও মেহজাবীনকে। 

এরই মধ্যে ‘প্রিয় মালতী’ সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে প্রদর্শিত হয়েছে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিশিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সবার। একদম দেশীয় প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি, সহজেই তা বুঝতে পেরেছেন বিদেশি দর্শক। 

প্রসঙ্গত, ‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন রিজভি রিজু, আনিসুল হক বরুণ, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, নাদের চৌধুরীসহ অনেকে। ‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নাম ভূমিকায় এবং নিম্নমধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে। 

আরটিভি/এইচএসকে-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.