স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ , ০৬:৫৮ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এবং নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে মৃত্যু হয়েছে শাহাদাৎ হোসাইনের।স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তনি।

বিজ্ঞাপন

ফেসবুকের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে তনি জানান, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে। ’

তনির এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। সেখানে মন্তব্যের ঘরে শোকবার্তা জানাচ্ছেন তনির ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

বিজ্ঞাপন

এদিকে স্বামীর মরদেহ নিয়ে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তনি। বৃস্পতিবার (১৬ জানুয়ারি) এক পোস্টে তিনি লিখনে, সেইম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি।

তনির সেই পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে গত বছরের অক্টোবরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন শাহাদাৎ হোসাইন। লাইফ সাপোর্টে ভর্তি করা হয় তাকে। তখন তনি স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন, জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লার বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। 

তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎ হোসাইনকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে।

আরটিভি/এএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission