• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

বিয়ে করলেন দর্শন রাভাল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫১
ছবি:সংগৃহীত

শোবিজ পাড়ায় চলছে বিয়ের ধুম। একের পর এক তারকা বিয়ে করে সংসার জীবনে পা রাখছেন। এবার সেই তালিকায় যোগ হলো বলিউডের জনপ্রিয় গায়ক দর্শন রাভালের নাম। বান্ধবী ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন এই সংগীতশিল্পী নিজেই।

নিজের ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে দর্শন লিখেছেন, ‘আমার আজীবনের সেরা বন্ধু’। যেখানে স্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে দেখা মিলেছে গায়েকের।

ভারতীয় সংগণমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শনের স্ত্রী ধারাল সুরেলিয়া একজন আর্কিটেক্ট। সে একজন প্রফেশনাল ডিজাইনারের পাশাপাশি উদ্যেক্তাও। গায়কের বিয়ের খবরে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-অনুরাগীরাও। যদিও অবাকও হয়েছেন অনেকে। কারণ হুট করেই বান্ধবীকে বিয়ের খবর জানিয়েছেন তিনি।

ভারতের জনপ্রিয় গায়ক দর্শন। ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর খ্যাতি অর্জন করেন। তার গাওয়া গানগুলো ‘তুম হি আনা,’ ‘রাতই রহে,’ ‘ভুল জানা’ইত্যাদি গোটা ভারতে বেশ জনপ্রিয়। ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’, ‘এর মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন তিনি।


আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের ছবি ভাইরাল, জানা গেল গায়ক দর্শন রাভালের স্ত্রীর পরিচয়