বিয়ের ছবি ভাইরাল, জানা গেল গায়ক দর্শন রাভালের স্ত্রীর পরিচয়

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ০৫:৪৭ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

শোবিজ পাড়ায় চলছে বিয়ের ধুম। একের পর এক তারকা বিয়ে করে সংসার জীবনে পা রাখছেন। এবার সেই তালিকায় যোগ হলো বলিউডের জনপ্রিয় গায়ক দর্শন রাভালের নাম। বান্ধবী ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন এই সংগীতশিল্পী নিজেই। গায়ক তার ভ্যারিফাইড ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করতেই চলছে আলোচনা। এরই মধ্যে দর্শনের বিয়ের ছবি ভাইরাল। 

বিজ্ঞাপন

দর্শন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি শেয়ার করে একটি হৃদয়গ্রাহী ক্যাপশন লিখেছেন, আমার সেরা বন্ধু চিরকাল। তার এই পোস্টটি ভক্তদের মন কেড়েছে। প্রায় সবাই শুভেচ্ছা ও প্রশংসায় ভরে দিয়েছে । অনেকেই অবশ্য অবাকও হয়েছেন। কারণ হুট করেই বান্ধবীকে বিয়ের খবর জানিয়েছেন দর্শন। 

এদিকে এই শিল্পীর স্ত্রীর পরিচয় নিয়ে নানা চর্চা চলছে নেট দুনিয়ায়। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, দর্শন সম্প্রতি সুরেলিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। বিয়ের আগে থেকেই তাদের পরিচয় ছিল। বন্ধুত্ব থেকে তাদের প্রেম আর এরপর বিয়ে। দর্শনের স্ত্রী একজন আর্কিটেক্ট। তিনি একজন প্রফেশনাল ডিজাইনার, পাশাপাশি উদ্যোক্তা। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাভাল খ্যাতি অর্জন করেন। এরপরে তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’, ‘এর মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। মিত্রন’, ‘এক লড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজ কাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ এবং অন্যান্য।

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission