অভিনেতার রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ১১:২৭ এএম


অভিনেতার রহস্যজনক মৃত্যু
প্রয়াত অভিনেতা ফ্রান্সিসকো সান মার্টিন

জনপ্রিয় মার্কিন অভিনেতা ফ্রান্সিসকো সান মার্টিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১৬ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের নিজে বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল ৩৯ বছর।

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষকের বরাতে গণমাধ্যমগুলো বলছে, আত্মহত্যা করেছেন সান মার্টিন। তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘লিগেচার হ্যাংগিং’। তবে কী কারণে এমন মৃত্যু বেছে নিলেন, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

সান মার্টিন অভিনীত উল্লেখযোগ্য কাজগুলো হলো— ‘ডেজ অব আওয়ার লাইভস’, ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’। এ ছাড়া তিনি সিডব্লিউয়ের জনপ্রিয় সিরিজ ‘জেইন দ্য ভার্জিন’-এ গিনা রড্রিগেজের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সেখানে তিনি একজন টেলেনোভেলা তারকার ভূমিকায় মুগ্ধ করেন দর্শককে।

বিজ্ঞাপন

২০১৩ সালের এইচবিও ফিচার ফিল্ম ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’-তেও অভিনয় করেন সান মার্টিন। স্টিভেন সোডারবার্গ নির্মিত এই সিনেমায় মাইকেল ডগলাস ও ম্যাট ডেমনের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে দেখা গেছে তাকে।

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission