• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

সুখবর দিলেন মিথিলা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই আলোচনায় আছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। আর এর পেছনের কারণ হলো অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

এদিকে তাহসানের পর পরই সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভালোবাসা দিবসকে সামনে রেখে রোমান্টিক সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। ‘জলে জ্বলে তারা’ শিরোনামের ছবিটিতে তার সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন অভিনেতা এফ এস নাঈম। ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজের সমাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলা লেখেন, দীর্ঘ চার বছর ধরে আটকে থাকা সিনেমা ‘জলে জ্বলে তারা’ অবশেষে মুক্তি পাচ্ছে এ মাসেই।

‘জলে জ্বলে তারা’ সিনেমাতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরে সিনেমাটি অনুদান পায়। করোনা মহামারিকালে ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে ‘জলে জ্বলে তারা’ এর শুটিং শুরু হয়। সিনেমার শুটিং শেষ হতে লাগে মাত্র সপ্তাহ। তবে মুক্তি পেতে লেগে গেলো দীর্ঘ সময়। এর আগে ‍মুক্তির একাধিকবার তারিখ ঠিক করেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। গত বছরও সিনেমা মুক্তির তালিকায় ছিল; কিন্তু জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আর মুক্তি দেননি পরিচালক। চলতি বছরে ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়