ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

আরটিভিতে ঈদের ষষ্ঠ দিন যা দেখবেন

আরটিভি নিউজ

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ০৮:৫৬ এএম


loading/img
‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ নাটকের দৃশ্যে অভিনয়শিল্পীরা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবারই নতুন নাটক থেকে শুরু করে বিশেষ আয়োজন করে থাকে আরটিভি। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও আট দিনব্যাপী নতুন নাটক, সিনেমা, সঙ্গীতানুষ্ঠানসহ বিশেষ আয়োজন করেছে জনপ্রিয় এই টেলিভিশন চ্যানেলটি। একনজরে দেখে নেওয়া যাক আজকের আয়োজন।

বিজ্ঞাপন

সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, অপু বিশ্বাস প্রমুখ।

দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘মনে বড় কষ্ট’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

বিজ্ঞাপন

বিকেল ৫টা ৩০মিনিটে বিশেষ আড্ডার অনুষ্ঠান। উপস্থাপনা: রেজাউদ্দিন স্টালিন, প্রযোজক: সুজন আহমেদ।

সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। উপস্থাপনায়: ইমতু রাতিশ, প্রযোজক দীপু হাজরা।

সন্ধ্যা ৭টায় একক নাটক ‘মেঘরাজ্যের কন্যা’। 

বিজ্ঞাপন

রচনা: মেসবাহ উদ্দিন সুমন, পরিচালনায়: আবু হায়াত মাহমুদ।  অভিনয় করেছেন ইয়াশ রোহান, নাদিয়া মীম প্রমুখ।

রাত ৮টায় একক নাটক ‘ধার করা বউ’।  

রচনা: কানিজ শারমিন সুমি, পরিচালনায়: মাহমুদ হাসান রানা।  অভিনয় করেছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি প্রমুখ। 

রাত ৯টা ১০মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘এক্সকিউজ মি প্লিজ’। 

রচনা ও পরিচালনা: সহিদ উন নবী। অভিনয় করেছেন শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ প্রমুখ।

রাত ৯টা ৩০মিনিটে একক নাটক ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’। 

রচনা: রাহুল রাজ, পরিচালনায়: সোহাগ চৌধুরী। অভিনয় করেছেন আরশ খান, রুকাইয়া জাহান চমক, রকি খান প্রমুখ।

রাত ১১টা ৩০মিনিটে একক নাটক ‘ফুটানি’। পরিচালনা: হারুন রুশো। অভিনয় করেছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি প্রমুখ।  

রাত ১২টায় ‘নিউজ টপটেন’।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |