ঢাকাSaturday, 28 June 2025, 14 Ashaŗh 1432

পুত্র সন্তানের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমি 

আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ১১:২৩ পিএম


loading/img
একটি বিশেষ মুহূর্তে স্ত্রীর সঙ্গে কাজল আরেফিন অমি। ছবি: আরটিভি

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। নতুন কাজের মাঝেই আরও এক সুখবর দিলেন এই নির্মাতা। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৯ মে)  রাত নয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। আরটিভিকে খবরটি অমি নিজেই নিশ্চিত করেছেন।

বাবা হওয়ার খবর জানিয়ে অমি বলেন, আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলাম। মা ছেলে দুজনেই সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন। 

বিজ্ঞাপন

গেল মাসে সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছিলেন আমি। বলেছিলেন, আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটিয়ে দিলাম। আমাদের বেবি হবে। এখনও আমি আসলে জানি না যে ছেলে হবে, নাকি মেয়ে। ইনফ্যাক্ট, এটা জিজ্ঞেসও করিনি। যেটাই হবে, আমি চাই, আমার সুস্থ সন্তান হোক এবং আমার ওয়াইফ সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই।

এদিকে, গেল ঈদে মুক্তি পায় অমি নির্মিত ওয়েব ফিল্ম হাউ সুইট। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেল প্রমুখ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের সিজন ৫।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |