ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

নিলামে উঠছে ম্যাডোনার প্রেমপত্র

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ , ১১:০৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

এবার প্রকাশ্যে আসছে পপ তারকা ম্যাডোনাকে লেখা প্রয়াত টুপাকের প্রেমপত্র। এছাড়া ম্যাডোনার কিছু ব্যক্তিগত বিষয় নিলামে তোলার ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

১৯৯৫ সালে একটি প্রেমপত্র লিখেছিলেন টুপাক। ম্যাডোনার একসময়ের ঘনিষ্ঠজন ডারলেন লুৎজের কাছে ছিল এই প্রেমপত্রটি। এই চিঠিসহ ম্যাডোনার কিছু ব্যক্তিগত সামগ্রী গত বছর নিলামে তোলার ঘোষণা দেন লুৎজ। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন ম্যাডোনা।

বিষয়টি নিয়ে এই পপ তারকা তখন আদালতের দ্বারস্থ হন। ব্যক্তিগত সামগ্রী যেন নিলামে তোলা না হয় তার জন্য মামলা করেন। এবার মামলায় হেরে গেলেন ম্যাডোনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালত নিলামের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ম্যাডোনার অভিযোগকে বলা হয়েছে, ‘ব্যক্তিগত রোষ’-এর বহিঃপ্রকাশ। কিন্তু মামলায় হেরে যাবার পর ম্যাডোনার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : দীপিকার জ্যাকেটের মূল্য কত?

বিজ্ঞাপন

এদিকে ডারলেন লুৎজ জানিয়েছেন, আগামী জুনেই ম্যাডোনা-টুপাকের প্রেমপত্রটি নিলামে উঠবে। এই চিঠি লেখার ১৮ মাস পর টুপাক আততায়ীর গুলিতে নিহত হন।

বিজ্ঞাপন

এর আগে ম্যাডোনা অভিযোগ করে বলেছিলেন, ব্যক্তিগত বিষয় নিলামে তোলার মধ্য দিয়ে লুৎজ তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছেন। কিন্তু আদালতের রায় ম্যাডোনার বিপক্ষে গেলো।

আরও পড়ুন :

পিআর/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |