নিরব-এ্যানির ‘বড় জামাই’

শুক্রবার, ১১ জানুয়ারি ২০১৯ , ০২:৫৮ পিএম


নিরব-এ্যানির ‘বড় জামাই’

মডেল-অভিনেতা নিরব বিগত বছরগুলোতে বড় পর্দার কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। মাঝে মাঝে ছোট পর্দায় দেখা যায় তাকে। অন্যদিকে এ্যানি খান নিয়মিতভাবে টেলিভিশন নাটকে কাজ করছেন।

বিজ্ঞাপন

এবার তারা অভিনয় করলেন ‘বড় জামাই’ নাটকে। কমেডি ধাঁচের এই নাটকটিতে বাহার চরিত্রে নিরব আর বিনা চরিত্রে অভিনয় করেছে এ্যানি খান।

গল্পে দেখা যাবে, বাহার প্রচুর রাগী, একরোখা, এবং প্রচুর কৃপণ। যার কারণে সবাই তাকে কিপ্টা বাহার বলে ডাকে। আর এই বিষয়গুলো মেনে নিতে পারে না তার স্ত্রী বিনা।

বিজ্ঞাপন

কিন্তু বাহার যে কৃপনতা করে সেটার পেছনে রয়েছে একটি হৃদয় বিদারক ঘটনা। সেই ঘটনা আসলে কি সেটা জানতে হলে দর্শককে অবশ্যই অপেক্ষা করতে হবে। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিক্তা, আনন্দ খালেদ, অনুভব, রাসেদ খান, খলিলুর রহমান কাদেরি, হাসিমুন, রাশেদ খাঁন, জাকিয়া আফরোজ, মৌসিখা খানসহ অনেকে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জে.এস. মিশু।

বিজ্ঞাপন

আরো পড়ুন:

এম/এ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission