ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

‘সুস্বাগতম’ নিয়ে প্রেক্ষাগৃহে নিরব-স্পর্শিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ১৮ মে ২০২৪ , ০৭:৫৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

একজন নারী বিমানের পাইলট হবেন। আর এই স্বপ্ন বাস্তবায়নে তিনি রাত-দিন একাকার করে ফেলছেন। এমন গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘সুস্বাগতম’। এতে দ্বিতীয়বারের মতো  জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সব ঠিক থাকলে শফিকুল আলম পরিচালিত এই সিনেমাটি শুক্রবার (২৪ মে) সারাদেশে মুক্তি পাবে।

বিজ্ঞাপন

সিনেমাটি নিয়ে চিত্রনায়ক নিরব বলেন, আমাকে এই সিনেমায় দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের জন্য আমার চুল ও দাড়ি কাটতে হয়েছে। যেহেতু অভিনয়ই আমার কাছে সব। সেহেতু চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে আমি প্রস্তুত। আশা করছি পর্দায় সিনেমাটি দর্শক উপভোগ করবেন।

বিজ্ঞাপন

অর্চিতা স্পর্শিয়া বলেন, এর আগে নিরবের সঙ্গে একটি সিনেমায় কাজ করেছি। আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাই ‘সুস্বাগতম’-এ আমাদের কাজটা করতে সহজ হয়েছে। তা ছাড়া পরিচালকও কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। আমি আশাবাদী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |