ঢাকা

শুক্রবার প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ , ০৯:৩৪ পিএম


loading/img

প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার। এর মধ্যে ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি সারাদেশের ৫২টি এবং ‘রাত্রির যাত্রী’ ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে।

বিজ্ঞাপন

‘ফাগুন হাওয়ায়’ ছবিটি টিটু রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত। রচনা, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম।

এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু ও আবুল হায়াত। আর বলিউডের ‘লগন’ খ্যাত অভিনেতা যশপাল শর্মা পাকিস্তানি পুলিশ কর্মকর্তার চরিত্রে কাজ করেছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ ছবিটি দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল। শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ছবিটি। এ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও মৌসুমী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস, সালাহউদ্দিন, সম্রাট, শহীদুল আলম সাচ্চু, নায়লা নাঈম, সোনিয়া ও মারজুক রাসেলকে।

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |