ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

তৌকিরের ‘ফাগুন হাওয়ায়’ মুগ্ধ রাষ্ট্রপতি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ , ০৩:৩১ পিএম


loading/img

জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ পরিচালিত নতুন ছবি ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পেয়েছে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি)। এবার ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

বিজ্ঞাপন

বঙ্গভবনের দরবার হলের বড় স্ক্রিনে ‘ফাগুন হওয়ায়’  ছবিটি উপভোগ করেন রাষ্ট্রপতিসহ আরও অনেকে। টিটু রহমানের ‘বউ কথা কও’ এর অনুপ্রেরণায় ৫২’র ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে নির্মিত ছবিটি দেখার সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিনী রাশীদা হামিস, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইয়ের ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান ও পরিচালক শাইখ সিরাজ, ফাগুন হাওয়ায় ছবির পরিচালক তৌকির আহমেদ, অভিনেত্রী বিপাশা হায়াত, তিশা, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, ফজলুর রহমান বাবু, চ্যানেল আইয়ের অনুষ্ঠান মহাব্যবস্থাপক আমীরুল ইসলাম, ছড়াকার লুৎফর রহমান রিটন, কনা রেজা, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসি, অভিনেতা সিয়ামসহ অনেকে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ভাষা আন্দোলন নিয়ে লেখক, গবেষক, নাট্যকার ও চলচ্চিত্রকারদের আরও বেশি বেশি কাজ করতে হবে।

বিজ্ঞাপন

ছবিটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকির আহমেদ। এ ছবিতে অভিনয় করেছেন নূশরাত ইমরোজ তিশা, সিয়াম, সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, ভারতের যশপাল শর্মা।

আরও পড়ুন 

এসজে/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |