ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

'ওরে পাখি' গানে নাচলেন আসিফ-আঁখি

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ , ০২:৩২ পিএম


loading/img

বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন। গানে গানে সারাবাংলার মানুষের হৃদয় জয় করেছেন আগেই। আর এখন নিয়মিতভাবে নিজের গানে মডেল হয়েও পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

বিজ্ঞাপন

এবার অন্য এক চমক দেখালেন যুবরাজ। মঞ্চে নাচলেন তিনি! হ্যাঁ পাঠক, 'আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৮' দর্শকরা আসিফ আকবরকে নতুন রূপে পেলেন। 'ওরে পাখি' শিরোনামে গানে পারফর্ম করেছেন আসিফ আকবর ও আঁখি আলমগীর। তাদের সঙ্গে নাচে অংশ নেন একদল নৃত্য শিল্পী। ডুয়েট এই গানটি গত বছর আরটিভি মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই গান ভিডিও প্রকাশের পর পর তুমুল জনপ্রিয়তা পায়।  সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সঙ্গীত করেছেন  জুয়েল মোর্শেদ।

বিজ্ঞাপন

স্টার অ্যাওয়ার্ড-এ এসে নিজের অনুভূতি ব্যক্তি করে আসিফ আকবর আরটিভি অনলাইনকে বলেন, আরটিভি একটি স্মার্ট টেলিভিশন চ্যানেল। আশিক ভাই (আরটিভির সিইও, সৈয়দ আশিক রহমান) সুন্দরভাবে চ্যানেলটি পরিচালনা করছেন। এখানে নতুন শিল্পীরাও সুযোগ পাচ্ছে। এটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো।

তিনি আরও বলেন, আমি সাধারণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাই না। আরটিভি বলেই এসেছি। সরাসরি মঞ্চে আমি ও আঁখি নাচে অংশ নিলাম। সেটা নিজেদের গানে। অন্যরকম এক অভিজ্ঞতা। নাচের স্টেপ মনে রাখাটা কঠিন আমার জন্য। তবুও করলাম।  

 

বিজ্ঞাপন

এবার ৮ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড-এ পাঁচটি বিভাগে ২৬টি ক্যাটাগরিতে বিচারক ও দর্শক এসএমএস-এর মাধ্যমে নির্বাচিত তারকাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজনে বেস্ট সিনিয়র সিঙ্গার (পুরুষ) পুরস্কার পেয়েছেন সঙ্গীত শিল্পী পলাশ ও আসিফ আকবর।  অন্যদিকে বেস্ট সিনিয়র সিঙ্গার (নারী) পুরস্কার জিতে নিয়েছেন আঁখি আলমগীর ও কনা।

জিএ/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |