ঢাকাThursday, 29 May 2025, 15 Jyoishţho 1432

সাড়া জাগানো ‘লক্ষ্মীসোনা’ গান কভার গাইলেন পড়শী

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ , ০৮:৫০ পিএম


loading/img

চলতি বছরের সাড়া জাগানো ছবি ‘যদি একদিন’। দেশ বিদেশে প্রশংসিত হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি। ছবিটি মুক্তির আগেই ‘লক্ষ্মীসোনা’ শিরোনামে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তাহসান-শ্রাবন্তী জুটির এই ছবির ‘লক্ষ্মীসোনা’ গানটি এরই মধ্যে ১ কোটি ৩০ লাখ ভিউ হয়েছে।

বিজ্ঞাপন

গানের কথা লিখেছেন এস এ হক অলিক, সুর সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। এবার গানটি কভার গাইলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী  পড়শী। গানটি প্রকাশ করেছে ‘আরটিভি মিউজিক’ ইউটিউব চ্যানেল। বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি প্রকাশের ২ ঘণ্টা না পেরুতেই ২০ হাজারের বেশিবার দেখেছেন দর্শক।

গানের ভিডিওতে আলো আঁধারের মাঝে ছিল পড়শির উজ্জ্বল উপস্থিতি।  পড়শীর কণ্ঠে গাওয়া গানটিও মূল গানের মতোই প্রশংসিত হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল ৩ জানুয়ারি আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়। গানে দেখা গেছে, সঙ্গীত তারকা ও ছবিটির নায়ক তাহসান খান ও শিশুশিল্পী রাইসাকে। গানের ভিডিওতে বাবা-মেয়ের দারুণ এক রসায়ন তুলে ধরেছেন নির্মাতা মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করেছেন তাহসান খান, শ্রাবন্তী (কলকাতা), তাসকিন রহমান, রানী আহাদ, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা।

বিজ্ঞাপন
Advertisement

এম/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |