ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

শিল্পকলা একাডেমিতে চলছে সুনামগঞ্জের ধামাইল প্রশিক্ষণ

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৩ জুলাই ২০১৯ , ০১:৩৩ পিএম


loading/img
ধামাইল নৃত্যের দৃশ্য

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধামাইল গান ও নৃত্য প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বিজ্ঞাপন

একাডেমির ত্রিশজন সঙ্গীত ও নৃত্য শিল্পীর অংশগ্রহণে তিন দিনের এই কর্মশালা শুরু হয়  শুক্রবার (১২  জুলাই) সকাল ১০টায়। শেষ হবে আগামী ১৪ জুলাই। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রশিক্ষণ। 

রাধাকৃঞ্চের কাহিনী ভিত্তিক লোকজ এই ধামাইল সংগীতের জনক রাধারমন দত্ত। প্রশিক্ষণ দিচ্ছেন সুনামগঞ্জের সংগীত প্রশিক্ষক দেবদাস চৌধুরী রঞ্জন। নৃত্য প্রশিক্ষক হিসেবে আছেন তুলিকা ঘোষ চৌধুরী এবং যন্ত্রসহযোগী  অমিত বর্মণ।

বিজ্ঞাপন

ধামাইলের পরিবেশনায় রয়েছে বেশ কয়েকটি পর্ব। তিন দিনে ৫টি পর্বের প্রশিক্ষণ দেওয়া হবে। ধামাইলে পর্ব অনুযায়ী পোশাকেও রয়েছে ভিন্নতা। ধামাইল মূলত নারীরা পরিবেশন করে থাকে। এটি দক্ষিণের দিকে পরিবেষ্টিত হয়ে দলগতভাবে পরিবেশন করতে হয়।

 

জিএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |