• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

গোপনে বিয়ে করে তিন বছর সুইজারল্যান্ডে সংসার করছেন মোনালী

বিনোদন ডেস্ক

  ১২ জুন ২০২০, ১২:৩৮
Secret marriage, family, Monali Tagore
মোনালী ঠাকুর ও মাইক রিচটার।

ভারতীয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী মোনালী ঠাকুর বিয়ে করেছেন। তবে এখন থেকে তিন বছর আগে। বিষয়টা এতদিন গোপন ছিল। অবশেষে অবসান ঘটালেন মোনালী নিজেই। জানালেন চুপিচুপি বিয়ে করেছেন সুইজারল্যান্ডবাসী ব্যবসায়ী মাইক রিচটারকে। হোটেলের ব্যবসা আছে তার। কেন বিয়ের খবরটা চেপে রেখেছিলেন? আনুষ্ঠানিক বিয়ে হয়নি। তাই কাউকে জানাতে চাননি তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনালী জানান, তার বিয়ের খবরটা শুনে ইন্ডাস্ট্রির বন্ধুরা তো চমকে যাবেনই। কারণ কাউকেই নেমন্তন্ন করা হয়ে ওঠেনি। বারবার ভেবেছিলাম একটা অনুষ্ঠান করবেন। কিন্তু হবে, হবে করে হয়নি। এভাবেই কেটে গেছে তিন-তিনটে বছর!

মোনালী আরও বলেন, এই চুপিচুপি বিয়ের খবরে তার সতীর্থ ও পরিচিতরা তো দুঃখ পাবেনই। কারণ এটা নিঃসন্দেহে তাদের কাছে একটা বড় খবর। জানি সবাই আমার উপর রেগে যাবে। কিন্তু যখন বিয়ের অনুষ্ঠান করব, তখন সব্বাইকে নিমন্ত্রণ করব। তাহলে কারও আর দুঃখ থাকবে না।' বলেন মোনালি।কিন্তু কবে সেই সেলিব্রেশন, তা অবশ্য জানা যায়নি।

কীভাবে দেখা হলো স্বামীর সঙ্গে? মোনালি জানান, তখন সুইজারল্যান্ড বেড়াতে গিয়েছিলেন। দেখা তখনই। পরিবারের সঙ্গেও পরিচয়। যেখানে তাদের প্রথমবার দেখা হয়েছিল, সেখানেই মোনালিকে বিয়ের প্রস্তাব দেন মাইক। সেটা ছিল ২৪ ডিসেম্বর, ২০১৬। মনে করে বললেন মোনালী।

সম্প্রতি করোনার মাইক ও তার পরিবারের সঙ্গেই কোয়ারেন্টিনে আছেন মোনালী। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উচ্ছ্বাস নিয়ে ছবি আপলোড করছেন এই শিল্পী।
জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩০ বছরের সংসার রক্ষা করতে পারলেন না গার্দিওলা
বছরের শুরুতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ব্যয় বাড়বে সংসারে
অবশেষে গোপন বিয়ের কথা ফাঁস করলেন অহনা
সংসার পাততে সপরিবারে ভারত ছাড়ছেন কোহলি