ঢাকাWednesday, 28 May 2025, 14 Jyoishţho 1432

মৌয়ের ‘দায়মুক্তি’

আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জুলাই ২০২০ , ০১:৩৬ পিএম


loading/img
ছবিতে মৌ খান

ঢাকাই ছবির নতুন নায়িকা মৌ খান। এরই মধ্যে ‘প্রতিশোধের আগুন’ নামে একটি ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বাহাদুরি, বান্ধব নামে দুটি ছবি।

বিজ্ঞাপন

এবার সরকারি অনুদানের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা মৌ খান। নাম ‘দায়মুক্তি’। এতে চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে।

জানা গেছে,  ২০১৭ সালের অনুদান পাওয়া ‘দায়মুক্তি’ ছবিটি পরিচালনা করবেন কমল সরকার। সার্বিক তত্ত্বাবধানে থাকছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

বিজ্ঞাপন

ছবির ব্যাপারে মৌ খান আরটিভি নিউজকে বলেন, গল্পটি একটি বৃদ্ধাশ্রমের। অভিনয়ে আমি খুব বেশিদিন আগে আসিনি। তবে শুরুতেই এমন একটি গল্পের ছবিতে কাজের সুযোগ পাবো তা স্বপ্নেও ভাবিনি। আমার চরিত্রে অভিনয় দেখানোর সুযোগ রয়েছে। আমাকে এই ছবিতে নেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি গল্পটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। সব কিছু ঠিক থাকলে আসছে ঈদের পর পরই ছবির শুটিং শুরু হবে।

‘দায়মুক্তি’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৈয়দ হাসান ইমাম, দিলারা জামানসহ একঝাঁক শিল্পীকে।

বিজ্ঞাপন
Advertisement

আরও পড়ুন: 

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |