ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

অনেক ক্ষমতাশালীর পতন হইছে ক্ষমা চায় নাই বইলা...

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ০৩:৪৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে বরবাদ, দাগি, জংলি, জ্বীন ৩ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার প্রকাশ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার মুক্তির অপেক্ষায় থাকা দাগি সিনেমাটির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৭ মার্চ)। যেখানে কয়েদি বেশে উপস্থিত হন আফরান নিশো। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ‘নিশানের ফাঁসি চাই’, ‘নিশানের ফাঁসি চাই’—এমন স্লোগানে মুখর ছিল চারপাশ। একটি পুলিশের গাড়িকে ভিড় করে আছে সাংবাদিকরা। এমন সময়ে
কয়েদির পোশাকে হাতকড়া পরে পুলিশের গাড়ি থেকে নামলেন নিশান। এ তো ‘দাগি’ সিনেমার নিশান চরিত্র অর্থাৎ আফরান নিশো।

এমন এক অভিনব পরিকল্পনায় সিনেমার প্রচার করলেন টিম, কয়েদির বেশে নিশো হাজির হলেন ‘দাগি’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ মাধ্যমের সামনে। 

বিজ্ঞাপন

ALA02674-086b20c646673ad0a1a28d8cb1ba5d00

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল, সহ–প্রযোজক চরকি–এর সিইও রেদওয়ান রনি, নির্মাতা শিহাব শাহীন, অভিনয়শিল্পী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, সংগীতশিল্পী মাশা ইসলাম, জেফার রহমান, কবি–ঔপন্যাসিক–গীতিকার সাদাত হোসাইন।

এসময় সংবাদ সম্মেলন শুরুর আগে মঞ্চে নিশোর হাতকড়া খুলে দেন নির্মাতা শিহাব শাহীন। হাতকড়া খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিশো সেটি শিহাব শাহীনের হাতে লাগিয়ে দেয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাটা অতিথিদের মধ্যে হাস্যরসের তৈরি করে। 

বিজ্ঞাপন

485220411_1174742154056476_4253339002457432421_n_20250327_193404439

নির্মাতা শিহাব শাহীন বলেন, এই গল্পে ক্ষমা বড় একটা বিষয়। এটা একজন সাজাপ্রাপ্ত মানুষের জার্নি।শুরু থেকে এতে নিশোকেই ভেবেছিলাম। কিছু শঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু নিশো সব শঙ্কা কাটিয়ে এই জার্নিতে যুক্ত হয়। ‘দাগি’ নির্মাণে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এটি ভীষণ সততার সঙ্গে বানানো একটি সিনেমা।

এদিন উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেলার। সেই ট্রেলারে নিশান চরিত্রের কারাবাস, সেখান থেকে ফিরে আসা এবং জীবনের একটা লক্ষ্য খুঁজে বের করার কিছু ইঙ্গিত পাওয়া গেছে। ট্রেলার জুড়ে একটি সংলাপ ইতিমধ্যে সবার মন ছুঁয়েছে এবং যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেই সংলাপটি হলো- ‘ক্ষমা চাইতে অনেক সাহস লাগে। অনেক ক্ষমতাশালীর পতন হইছে ক্ষমা চায় নাই বইলা!’

486779259_1437390734114920_6330511334942520940_n

এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় ‘দাগি’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। এটি নির্মাতার দ্বিতীয় সিনেমা।  এতে নিশো ছাড়াও আরও দেখা যাবে চিত্রনায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেককে।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |