ঢাকাবুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

‘পরী’ চান শেখ সাদী

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শেখ সাদীর গানে মুগ্ধ শ্রোতারা। ইতোমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শ্রোতাদের ভালোবাসায় ধীরে ধীরে ভারী তার দায়িত্বের পাল্লা। আর তাইতো ভিন্ন ঘরানার গানের সঙ্গে নিজেকে যুক্ত করছেন এই গায়ক।

বিজ্ঞাপন

এদিকে বেশ কয়েকদিন ধরেই নেটদুনিয়ায় চর্চায় রয়েছে পরীমণি ও শেখ সাদীর প্রেমের গুঞ্জন। যদিও এ নিয়ে দুজনের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট রহস্য আরও বাড়িয়ে তুলেছে। 

JD_1738149026

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) শেখ সাদী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, I don’t like girls anymore. I deserve Pori. 

সাদীর দেওয়া স্ট্যাটাসকে ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই। অনেকেই ধারণা করছেন, এখানে ‘Pori’ বলতে তিনি সরাসরি অভিনেত্রী পরীমণির কথাই বলেছেন। তবে কেউ কেউ মনে করছেন, এটি শুধুই কাকতালীয় বা ‘পরী’ বলতে তিনি আদর্শ প্রেমিকার কথাই বোঝাতে চেয়েছেন।

তার এই স্ট্যাটাসের কমেন্ট সেকশনে অনেকেই সরাসরি পরীমণির নাম উল্লেখ করেছেন এবং তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছেন। যদিও সাদী বা পরীমণি কেউই এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।

বিজ্ঞাপন

1738046971473

গেল মাসে  (২৯ জানুয়ারি)  বিকেলে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক ভিডিও বার্তায় শেখ সাদী বলেন, আমার যত সাংবাদিক ভাই-বোন আছেন, অনুরোধ করছি আপনারা মনগড়া নিউজ বানাবেন না। ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। সুতরাং এটা নিয়ে জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না।

শেখ সাদী বলেন, অনেক সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে, তাদের সঙ্গে নরমাল কনভার্সেশন করায়  সেগুলো ভুল ব্যাখ্যা আসছে। প্লিজ আপনারা এটা না করলে আমার ভালো হবে। এই বিষয় যেসব কথা হচ্ছে এতে আমি ব্যক্তিগতভাবে ইতস্ততবোধ করছি। দেশে আরও গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, নিউজ করলে সেইসব বিষয়ে করা উচিত।

পরীমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদী বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে আগেই পরিচয় ছিল। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। মাঝেমধ্যে দেখা ও কথাবার্তাও হয়; এটা নিয়ে বেশি কিছু বলার তো কিছু দেখি না।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |