প্রথমবারের মতো একক কনসার্ট করতে যাচ্ছে দেশের আলোচিত ব্যান্ড অর্থহীন। একটি নয়, শুরু হচ্ছে সিরিজ কনসার্ট। ২৬ বছরের সংগীত সফরে এই ব্যান্ডের একক কনসার্ট ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’ শিরোনামে শুরু হচ্ছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। এটি আয়োজন করছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।
আয়োজকরা জানান, জনপ্রিয় ভিডিও গেম ‘সাইবারপাঙ্ক ২০৭৭’-এর আদলে কনসার্টটি সাজানো হচ্ছে। শুক্রবার বিকাল ৪টায় দর্শকের জন্য মিলনায়তনের গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। চলবে রাত ১০টা পর্যন্ত। নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে দর্শক কনসার্ট উপভোগ করতে পারবেন।
সুমন জানান, এতো বছরের সংগীত সফরে এই প্রথম তারা এককভাবে কোনো একক আয়োজনে অংশ নিচ্ছে, যেটি হতে যাচ্ছে তাদের একটি সিরিজ কনসার্ট। ঢাকা এবং ঢাকার বাইরে ধারাবাহিকভাবে এই কনসার্ট চলবে বছরজুড়ে। তবে বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও দেশের বাইরে এ সিরিজের বাকি কনসার্টগুলোর ঘোষণাও নির্দিষ্ট সময়ে দেওয়া হবে বলে জানান অর্থহীন ব্যান্ডের প্রধান বেজবাবাখ্যাত গিটারিস্ট সুমন।
প্রসঙ্গত, ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবাম আয়োজন শুরু করেছেন অর্থহীন সদস্যরা। বর্তমানে তিন সদস্যের ব্যান্ড লাইনআপে আছেন বেজ গিটারিস্ট সুমন, ড্রামার মার্ক ডন ও লিড গিটারিস্ট এহতেশাম আলী মঈন।
আরটিভি/এএ/এআর