বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে হানিফ সংকেতের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৪:৪৩ পিএম


বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে হানিফ সংকেতের আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত

‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী এন্ড্রু কিশোর। জীবদ্দশায় ১৫ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া কালজয়ী গানের সংখ্যাও কম নয়। 

বিজ্ঞাপন

২০২০ সালের ৬ জুলাই পরপারে পাড়ি জমান এই কিংবদন্তি শিল্পী। নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

চিকিৎসকরা হাল ছেড়ে দেয়ায় শরীরে ক্যান্সার নিয়েই ৯ মাস পর ২০২০ সালের ১১ জুন দেশে ফেরেন এন্ড্রু কিশোর। চিকিৎসার জন্য আগেই নিজের বাড়িটি বিক্রি করে দেয়ায় থাকতে শুরু করেন রাজশাহীতে বোনের বাড়িতে।

বিজ্ঞাপন

image-220961

এন্ড্রু কিশোর জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়োমিত গান গাইতেন। অনুষ্ঠানটির রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেতের ছিল তার ঘনিষ্ঠ বন্ধুত্ব। দীর্ঘ ৪০ বছরের চেনাজানা।  

এন্ড্রু কিশোরের ৫ম মৃত্যুবার্ষিকীতে আবারও কালো মেঘের ছায়া হানিফ সংকেতের আকাশে। বন্ধুর স্মরণে আবেগঘন তিনি। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এন্ড্রু কিশোরকে স্মরণ করেছেন তিনি।

বিজ্ঞাপন

517243967_1270450481112411_5076773538866711429_n

বিজ্ঞাপন

হানিফ সংকেত তার ফেসবুকে লিখেন, আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিলো জীবন-মরণ, গানই ছিলো প্রাণ। এই গানের জন্যই মানুষ তাঁকে ভালোবাসতো, দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’ উপাধি। কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারতো। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় চার দশকেরও বেশি সময় ধরে। এক সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, এক সঙ্গে থেকেছি। কিশোর ছিল ইত্যাদির প্রায় নিয়মিত শিল্পী।

তিনি আরও লিখেন, একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিলো কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু ভুলিনি তোমায়-ভুলব না-ভুলতে পারবো না। ভালো থেকো, শান্তিতে থেকো।

আরটিভি/এএ  -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission