শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা’ অনুষ্ঠানে অংশ নিয়ে আরটিভি হেড অব ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া কবির আহমেদ বলেছেন, শিশুদের কথা মাথায় রেখে দেশের জনপ্রিয় টিভি চ্যানেলটি বেশকিছু নতুন কার্টুন আনছে। যা আগামী তিন থেকে চার মাসের মধ্যে দেখা যাবে।
অনুষ্ঠানে শিশুদের জন্য নতুন কিছু ভাবছে কি আরটিভি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে নিজস্ব প্রোডাকশন হাউস থেকে নতুন কিছু কার্টুন আনা হচ্ছে।
দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় মীনা কার্টুন কি কখনো দেখানো হবে-আরেক শিশুর এমন প্রশ্নের জবাবে কবির আহমেদ বলেন, এ ব্যাপারে উচ্চপদস্থ ম্যানেজমেন্টের কাছে প্রস্তাব তুলে ধরা হবে।
চাইল্ড মেসেজ বাংলা বিভাগের শুক্রবার ছিল প্রথম জন্মদিন। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১১ জন সংসদ সদস্য শুভেচ্ছা জানান বাংলা বিভাগের স্বেচ্ছাসেবীদের।
দিনটিতে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের হেড অব ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রধানকে পেয়ে উচ্ছ্বসিত ছিল দেশের বিভিন্ন জেলার শিশুরা৷ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মুমতাহিনা।
চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড বাস্তবায়নে এভাবেই কাজ করে যেতে চায় প্রথম আন্তর্জাতিক শিশুভিত্তিক নেটওয়ার্কটি।