• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘বিচার হবে’। অভিনয় করেছে- সালমান শাহ, শাবনূর।   বিকেল ৫টা ৩০মিনিটে অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’ গ্রন্থণা। উপস্থাপনা ও পরিচালনা- সৈয়দা মুনিরা ইসলাম।  সন্ধ্যা ৬টা ৫মিনিটে লাইভ ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।  সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  রাত ৭টা ৫মিনিটে নির্বাচিত নাটক।  রাত ৮টায় বিশেষ নাটক।  রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক- ‘গোলমাল’।  পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।   অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘জাদুনগর’। রচনা- আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা- কাওসার আহমেদ।  অভিনয় করেছেন- মীর সাব্বীর, নাদিয়া আফরীর মীম, জয়রাজ ওবিদ রেহান, শায়েদ আলী, ড: এজাজ, ওলিউৃল হক রুমি, বিনয় ভদ্র প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২০মিনিটে লাইভ ‘গণতন্ত্র সংলাপ’।  রাত ১২টা ১৫মিনিটে লাইভ ‘উন্নয়নে বাংলাদেশ’।  রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।   
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
‘বোরকা পরে গেলেও মানুষ চিনে ফেলে’
আনিকা কবির শখ। একসময় ছিলেন তুমুল ব্যস্ত। নিয়মিত অভিনয় করতেন নাটক কিংবা বিজ্ঞাপনে। হঠাৎ করেই ব্যস্ততা ফেলে তিনি থিতু হন সংসারজীবনে। সম্প্রতি এই অভিনেত্রী অতিথি হয়ে এসেছিলেন আরটিভির টকশো ‘ঈদ কার্ণিভাল’-এ। সেখানে তিনি কথা বলেন নানা বিষয় নিয়ে।  অনুষ্ঠানে শখ বলেন, আমি আজকে একটা সিক্রেট বলে দিতে চাই। এটা অনেকেই জানে না। আমি একদমই যখন লোকালভাবে বাইরে যাই, তখন বোরকা পরি। তখনও দেখা যায়, অনেকে চোখ দেখে চিনে ফেলে।  তিনি আরও বলেন, বিষয়টি সত্যিই সারপ্রাইজিং।  সংসার-সন্তান নিয়ে ব্যস্ত থাকলেও এবার ঈদে শখ অভিনীত ওয়েভ ফিল্ম ‘ত্রিভুজ’ মুক্তি পেয়েছে। পাশাপাশি বেশ কিছু নাটকও প্রচার হচ্ছে টিভিতে। 
ডিগবাজি নিয়ে যা বললেন জায়েদ খান (ভিডিও)
জায়েদ খান। ঢাকাই সিনেমার বহুল আলোচিত-সমালোচিত এক অভিনেতা। ঈদের চতুর্থ দিন অতিথি হয়ে তিনি এসেছিলেন আরটিভির টক শো ‘ঈদ কার্ণিভাল’-এ । সেখানে এই অভিনেতা কথা বলেছেন ডিগবাজি নিয়ে। জায়েদ খান বলেন, বিষয়টি আমি এনজয় করি। সিগনেচার স্টেপ। পৃথিবীর বিভিন্ন দেশে শো করতে গিয়েছি, এত কষ্ট করে নাচছি, খুশি না। দর্শকরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে। তিনি আরও বলেন, একটা জায়গায় ভুল করে একটা স্টেপ ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। সেটা যে এত ব্র্যান্ড হয়ে যাবে, ডিগবাজি জায়েদ খান। এটা সিগনেচার হয়ে গেছে। এবারের ঈদে জায়েদ খান  অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ অভিনয় করেছেন।
ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘ভালোবাসার লাভ’। অভিনয় করেছেন- শাকিব খান, পূর্ণিমা প্রমুখ।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘জান আমার জান’।  অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।  বিকেল৫টা ৩০মিনিটে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠান ‘ঈদ দূর পরবাসে’। গ্রন্থনা- প্রদীপ ভট্টাচার্য্য, প্রযোজক শাহরিয়ার ইসলাম।  বিকেল৬ টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি করেছেন- আনিকা কবির শখ। উপস্থাপনায়- ইমতু রাতিশ; প্রযোজক দিপু হাজরা। সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’।  রচনা ও পরিচালনা- হারুন রুশো। অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ।  রাত ৭টা ৩০মিনিটে কক নাটক ‘এখানে সাইজ করা হয়’।  পরিচালনা- জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন- মারজুক রাসেল, চাষি আলম, অনিক, মিহি আহসান প্রমুখ।  রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘চিটাইগাং ফোয়া সিলেটি ফুড়ি’।  পরিচালনা- এম এইচ রাসেল। অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি প্রমুখ।  রাত ৯টা ৩০মিনিটে একক নাটক ‘মাইরের উপর ভিটামিন নাই’।  পরিচালনা- জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন- যাহের আলভী, অহনা রহমান প্রমুখ। রাত ১১টায় একক নাটক ‘কেউ কেউ থেকে যায়’। পরিচালনা- শিশির আহমেদ। অভিনয় করেছেন- শ্বাশত দত্ত, সাদিয়া আইমান প্রমুখ। রাত ১১টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’।  রাত ১২টায় মিনিটে ‘নিউজ টপটেন’। 
ঈদের পঞ্চম দিন আরটিভিতে যা দেখবেন
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-  সকাল ১০টা ১০মিনিটে  বাংলা ছায়াছবি ‘কাবিননামা’। অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। দুপুর ২টা  ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘সিটি টেরর’। অভিনয় করেছেন- মান্না, শাকিব খান, বৈশাখী প্রমুখ। বিকেল ৫টা ৩০মিনিটে অদম্য সুরের শিল্পীদের নিয়ে অনুষ্ঠান। গ্রন্থনা ও পরিচালনা- সৈয়দা মুনীরা ইসলাম। বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি: আইশা খান। উপস্থাপনায়- ইমতু রাতিশ। প্রযোজক দিপু হাজরা। সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’। রচনা ও পরিচালনা- হারুন রুশো। অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ। রাত ৭টা ৩০মিনিটে একক নাটক ‘সাকসেস পার্টি’। পরিচালনা- শাহনেওয়াজ সজীব। অভিনয় করেছেন নিলয় আলমগীর, সামিরা খান মাহি প্রমুখ। রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘মিডলক্লাস মেন্টালিটি’। পরিচালনা- ইমরাউল রাফাত।  অভিনয় করেছেন তানজিন তিশা, ইয়াশ রোহান প্রমুখ। রাত ৯ টা ৩০মিনিটে একক নাটক ‘স্ট্রেট ফরওয়ার্ড’। পরিচালনা- সহিদ উন নবী। অভিনয় করেছেন শামীম হাসান সরকার, শখ প্রমুখ। রাত ১১ টায় একক নাটক ‘চাঁদের হাসি’। পরিচালনা- শামীম জামান।  অভিনয় করেছেন মোশাররফ করিম, এনিলা তানজুম প্রমুখ।   রাত ১১ টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’। ১২ টায় ‘নিউজ টপটেন’।
ঈদের তৃতীয় দিন আরটিভিতে যা দেখবেন
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ৩০ চৈত্র ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘স্বামী স্ত্রীর ওয়াদা’। অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘‘আকাশ ছোয়া ভালোবাসা’। অভিনয় করেছেন- রিয়াজ, পূর্ণিমা প্রমুখ।  বিকেল ৫টা ৩০মিনিটে ‘রাজনীতির ছন্দে, ঈদ আনন্দে’। উপস্থাপনায়- সৈয়দ আশিক রহমান। প্রযোজনায়- বেলায়েত হোসেন। বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি- সাফা কবির। উপস্থাপনায়- ইমতু রাতিশ। প্রযোজক দিপু হাজরা। সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’। রচনা ও পরিচালনা- হারুন রুশো।  অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ।  রাত ৭টা ৩০মিনিটে একক নাটক ‘প্রাক্তন’। পরিচালনা- শাব্দিক শাহীন। অভিনয় করেছেন- ইয়াস রোহান, সামিরা খান মাহী।  রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘বাড়ি বরিশাল’। পরিচালনা- মাহিদুল রাকিব। অভিনয় করেছেন- নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। রাত ৯টা ৩০মিনিটে একক নাটক ‘নীল রঙের শার্ট’।  পরিচালনা- তারেক রহমান. অভিনয় করেছেন- মোশাররফ করিম, তানজিন তিশা প্রমুখ।  রাত ১১টায় একক নাটক ‘চোর ডাকাত পুলিশ’। পরিচালনা- সকাল আহমেদ;  অভিনয়ে: চঞ্চল চৌধুরী, তানিয়া কৃষ্টি প্রমুখ। রাত ১১টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’।  ১২টায় ‘নিউজ টপটেন’।   
ঈদের দ্বিতীয় দিন আরটিভিতে যা দেখবেন
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ২৯ চৈত্র ১৪৩০ । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘টাইগার নাম্বার ওয়ান’। অভিনয় করেছেন- শাকিব খান, সাহারা, নিপুণ প্রমুখ।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘সাপলুডু’। অভিনয় করেছেন- আরেফিন শুভ, বিদ্যা সিনহা মীম প্রমুখ।  বিকেল ৫টা ৩০মিনিটে ‘ইয়াং স্টার সিজন ২’র শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান ‘ক্লাব ইয়াং স্টার’। প্রযোজক- আরজু আহমেদ।  বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি- প্রার্থনা ফারদিন দীঘি। উপস্থাপনায়- ইমতু রাতিশ। প্রযোজক দিপু হাজরা। সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক- ‘তিন অক্ষরে নাম যার’।  রচনা ও পরিচালনা- হারুন রুশো।  অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ।  রাত ৭টা ৩০ মিনিট: একক নাটক:‘অপূর্ণতা’; পরিচালক: পনির খান; অভিনয়ে: তানজিন তিশা, খায়ারুল বাসার প্রমুখ। রাত ৮টা ৩০মিনিটে একক নাটক- ‘কপাল মন্দ’। পরিচালনা- তাইফুর জাহান আশিক। অভিনয় করেছে- মোশাররফ করিম, আনিকা কবির শখ প্রমুখ। রাত ৯টা ৩০মিনিটে একক নাটক ‘হ্যাপি ওয়েডিং’।  রচনা ও পরিচালনা- মেহেদী হাসান হৃদয়। অভিনয় করেছেন- মুশফিক আর ফারহান, ফারিণ খান। রাত ১১টায় একক নাটক- ‘তোর জন্য’।  পরিচালনা- রাফাত মজুমদার রিংকু।  অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।  রাত ১১টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’।  রাত ১২টায় ‘নিউজ টপটেন’। 
ঈদের দিন আরটিভিতে যা দেখবেন
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪, ২৮ চৈত্র ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘ঢাকার কিং’। অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।    দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘যদি একদিন’। অভিনয় করেছেন- তাহসান খান, শ্রাবন্তী প্রমুখ।  বিকেল ৫টা ৩০মিনিটে ‘ইয়াং স্টার সিজন ২’র শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান ‘ক্লাব ইয়াং স্টার’। প্রযোজক- আরজু আহমেদ। বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি- সাদিয়া আয়মান ও উপস্থাপনায়: ইমতু রাতিশ। প্রযোজক দিপু হাজরা।  সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’। রচনা ও পরিচালনা- হারুন রুশো। অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ। রাত ৭টা ৩০মিনিটে একক নাটক ‘গরম একটা খবর আছে’। রচনা- জুয়েল এলিন ও পরিচালনা- সোহেল হাসান। অভিনয় করেছেন- মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।  রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘ভালোবাসার কয়েকটা দিন’, পরিচালনায়: এস আর মজুমদার; অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, সাফা কবির প্রমুখ। রাত ৯টা ৩০মিনিটে একক নাটক- ‘এক পায়ে জুতা।  রচনা- মুরসালিন শুভ ও পরিচালনায়- সোহেল হাসান। অভিনয় করেছেন- নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। রাত ১১টায় একক নাটক ‘খবরের ফেরিওয়ালা’।  পরিচালক- অনন্য ইমন। অভিনয় করেছেন- ইয়াশ রোহান, সাফা কবির প্রমুখ।   রাত ১১টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’।  রাত ১২টায় ‘নিউজ টপটেন’।