ঢাকাসোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আরটিভিতে আজ (১৭ এপ্রিল) যা দেখবেন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ১২:১৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২।  একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

বিজ্ঞাপন

সকাল ০৯টা: টকশো: আজ পত্রিকায়।

সকাল ০৯টা  ৪৫ মি: সকালের সংবাদ। 

বিজ্ঞাপন

সকাল ১০টা ১০ মি: বাংলা ছায়াছবি: সত্যের মৃত্যু নেই। 

অভিনয়ে: সালমান শাহ্, শাবনাজ প্রমুখ।

দুপুর ২টা ১০মি: বাংলা ছায়াছবি: ধ্বংস। 

বিজ্ঞাপন

অভিনয়ে: মান্না, পূর্ণিমা প্রমুখ।

বিকাল ৫টা: ৩০মিনিট- কৃষি ও কৃষ্টি।

সন্ধ্যা ৬টা ০৫মি. চায়না নিউজ।

৬টা ৪৫মি: সন্ধ্যার সংবাদ। 

৭ টা ৩০ মি: সংগীতানুষ্ঠান ‘‘এই  রাত তোমার আমার”। 

রাত ৮টায়: নির্বাচিত নাটক। 

রাত ৯ টা ২০ মি : প্রতি  সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক  ‘‘গোলমাল’’ প্রচার হবে। 

কায়সার আহমেদ ও আল হাজেনের পরিচালনায় অভিনয় করেছেন: আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রিওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।  

রাত ১০ টায়: প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক ইউনাইটেড স্টেট অব বরিশাল "ইউএসবি" প্রচার হবে। 

পরিচালক: মাইদুল রাকিব। 

অভিনয়ে: যাহের আলভী, মারজুক রাসেল, সেমন্তি সৌমী, শরাফ আহমেদ জীবন, শিবা শানু, মুকিত জাকারিয়া, চাষী আলম, মিহি আহসান, সাদ্দাম মাল, সিয়াম নাসির, পাভেল, সরয়ার অনিক প্রমুখ।

রাত ১০ টা ৪৫ মি: রাতের সংবাদ। 

রাত ১১ টা ২৫ মিনিটে: লাইভ টকশো- এই মুহূর্তের বাংলাদেশ।

রাত ১২ টা : লাইভ মিউজিক স্টেশন। 

রাত ১.০০মি: মধ্যরাতের সংবাদ।  

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |