‘মেয়েকে নিয়ে ব্যবসা করাতে যাও?’, বাবার বিরুদ্ধে শাইনির বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৩:০১ পিএম


‘মেয়েকে নিয়ে ব্যবসা করাতে যাও?’, বাবার বিরুদ্ধে শাইনির বিস্ফোরক মন্তব্য
ছবি: সংগৃহীত

ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় নাম শাইনি দোশি। বহু ধারাবাহিকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। টেলিভিশনে তার প্রথম শো ছিল সঞ্জয় লীলা বানসালির ‘সরস্বতীচন্দ্র’। এরপর অসংখ্য ধারাবাহিকে নিয়মিত দেখা গেছে অভিনেত্রীকে। 

বিজ্ঞাপন

470229769_1107520840743785_2471791265302921464_n

অভিনয় জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না শাইনির জন্য। বাইরের প্রতিকুলতার চেয়ে পারিবারিক বাধাই বেশি অতিক্রম করতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি নিজের অভিনয় জীবনের শুরুর গল্প জানালেন শাইনি। সাম্প্রতিক সাক্ষাৎকারে শাইনি জানিয়েছেন, কেন তিনি অভিনয়কে পেশা হিসাবে বেছে নিয়েছেন।

বিজ্ঞাপন

469680092_1105040380991831_2089907301442262568_n

সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে শাইনি দোশি বলেন, আমার মা চেয়েছিলেন আমি অভিনেত্রী হই যদিও আমি ডাক্তার হতে চেয়েছিলাম। বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন অনেক আগেই। এরপর আমাদের দেখাশোনা করার মতো আর কেউ ছিল না।

আমি আমার পরিবারের পুত্র সন্তান হতে চেয়েছিলাম। বাড়ির ছেলের মতো করেই আমাকে সবকিছু দেখাশোনা করতে হতো। আমি যখন মুম্বাই আসি, তখন আমার অ্যাকাউন্টে মাত্র ১৫ হাজার টাকা ছিল। আমি জানতাম না আমি কীভাবে বাঁচব, কীভাবে কাজ করব। এরপর এইডসের জন্য সচেতনতা মূলক একটি বিজ্ঞাপনে আহমেদাবাদে মডেলিং করি।

বিজ্ঞাপন

472849921_1127771465385389_7371361246081941673_n

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে বাবার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে শাইনি বলেন, যখনই আমার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হতো, সে সময় বাবা মাকে বলতেন, ‘রাত ৩ টার সময় মেয়েকে কোথায় নিয়ে যাও, ব্যবসা করাতে যাও?’ তার মুখের ভাষা খুবই ঘৃণ্য ছিল।

শাইনির বাবা বন্ধুদের সঙ্গে অমরনাথ যাত্রায় গিয়ে দুর্ঘটনাগ্রস্থ হয়ে মারা যান। বাবার কাছ থেকে এত খারাপ কথা শোনা সত্ত্বেও বাবার মৃত্যুর পর অন্তিম যাত্রায় মুখাগ্নি করেছিলেন শাইনি। এরপর পরিবারের দায়িত্বের পুরোটা তুলে নেন নিজের কাঁধে। শেষ পর্যন্ত মুম্বাইয়ের চাকচিক্যময় জগতে নিজের ঠিকানা খুঁজে নেন শাইনি। ‘সারোজিনী – এক নতুন পেহাল’, ‘জামাই রাজা’, ‘বাহু হামারি রাজনি কান্ত’, ‘পান্ডিয়া স্টোর’সহ একাধিক জনপ্রিয় নাটকে কাজ করেছেন এ অভিনেত্রী।

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission