ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সাগরপাড়ে চমকের চুমুর ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৬:৪৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। ‘ভাইরাল হাজব্যান্ড’ নাটকে অভিনয় করে ঝড় তুলেছিলেন, সেই চমক এবার বাস্তব জীবনে নিজেই হয়ে উঠলেন ভাইরাল স্ত্রী! তিনি গিয়েছেন আন্দামানের নীল সমুদ্রে। সঙ্গে রয়েছেন তার ‘রাজা’ স্বামী আজমান নাসির।

বিজ্ঞাপন

1719377116_1

গেল বছর জুন মাসে পারিবারিক ভাবে মাত্র ৯ টাকা কাবিন আর ৯০০ টাকার শাড়ি পরে বিয়ে করে খবরের শিরোনাম হন চমক। তবে এবার আর কোনো শাড়ি নয়, ধরা দিলেন ওয়েস্টার্ন লুকে! হাতে রোদ চশমা, মুখে মিষ্টি হাসি, আর স্বামীর গালে একখানা চুমু— সব মিলিয়ে যেন একেবারে রোমান্সের পোস্টার গার্ল! 

বিজ্ঞাপন

496185487_1247669970695783_4039980830374173590_n

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে চমক-নাসির জুটিকে দেখা গেছে একেবারে মুড অন অবস্থায়। ভক্তরা যেমন অবাক, তেমনি আহ্লাদে গদগদ— কমেন্ট বক্সে প্রশংসার বান যেন থামতেই চাইছে না।

496006697_1247669897362457_1966630229127547822_n

বিজ্ঞাপন
Advertisement

আর ক্যাপশনেও চমকের চমক! তিনি লিখেছেন, সে এখন আগের মতো শুধু একজন মানুষ না, তাকে এখন আমি রাজা হিসেবে গড়ে তুলেছি। আমার প্রিয়, তোমার সঙ্গে অসংখ্য সূর্যাস্ত দেখব, পাশাপাশি একসঙ্গে থাকব, একসঙ্গে নিশ্বাস নিব।

497669516_1247669830695797_4933736873419527419_n

চমক অভিনীত উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |