আপনি সবকিছু পাবেন যদি আপনি মনে থেকে চেয়ে থাকেন: চমক
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর ২০২০ সালে অভিনয়ে নাম লেখান।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন চমক। প্রায় সময়ই সমাজের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তিনি। পাশাপাশি নিজের ভালো লাগার অনুভূতিগুলোও শেয়ার করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন চমক। যেখানে তিনি লিখেন, সুখ এক ধরনের অভিমত, আপনার আশে-পাশের ছোট বিষয়গুলো থেকে সহজেই সুখ খুঁজে নিতে পারেন।
এরপর লিখেন, ভালো গান, প্রিয় খাবার, চারপাশের ভালো মানুষ, ভালো বই, কখনও কখনও সমুদ্র বা পাহাড়ের পাশে ঘুমিয়ে থাকা। টাকা পয়সার পাশাপাশি এই সমস্ত বিষয় উপভোগ করার জন্য একটি প্রশান্ত মন থাকতে হয়। যা আমি এ বছর উপলব্ধি করছি।
চমকের কথায়, আমাকে বিশ্বাস করুন। আপনি সবকিছু পাবেন যদি আপনি মনে থেকে চেয়ে থাকেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
প্রসঙ্গত, বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশ কিছু একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক।
আরটিভি /এএ
মন্তব্য করুন