• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

স্বামীকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন চমক

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৫০
ছবি: সংগৃহীত

শোবিজের পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। ক্যারিয়ারে নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। এ ছাড়া তার আরেকটি পরিচয় হলো তিনি একজন চিকিৎসক। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব অভিনেত্রী।

প্রায়ই নিজের অনুভূতি, মতামত কিংবা নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন চমক। মাঝে মধ্যে অভিনেত্রীর স্বামী আজমান নাসিরকেও দেখা যায় সেসব ছবিতে। এবার স্বামীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

গেল ১৯ জানুয়ারি ভেরিফায়েড ফেসবুকে চমক লিখেছেন, প্রিয় স্বামী, আজ তোমার জন্মদিন। তোমার বাবা-মাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে এ পৃথিবীর আলো দেখানোর জন্য। এই পৃথিবীতে তোমার উপস্থিতির জন্য আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারি না। আমি বলতে চাই, আমি তোমার সাথে অন্তত হাজারো অলস সূর্যাস্ত দেখতে দেখতে চা পান করতে চাই।

তিনি আরও লেখেন, সকালে ঘুম থেকে উঠে আলিঙ্গন করতে চাই, আমাদের মধ্যরাতে পাগলামি, নির্বোধ অর্থহীন লেখা সঙ্গে হাজারো কফি ডেট। এদিকে কে তোমার ছবি পছন্দ করেছে তা নিয়ে ঝগড়া করি আর আমরা গ্রামাঞ্চলে উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালানোর সময় আমাদের প্রিয় গান শোনা হয়।

সবশেষে অভিনেত্রী লেখেন, একসঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা, তোমার সঙ্গে অদ্ভুত খাবার রান্না করা। চাঁদের নিচে হাজারো রাত শুধু তোমার হাত ধরে থাকব। আমাদের মাথায় কিছুই নেই শুধু আমরা দুজন এখানে এবং চিরকাল, আমি তোমার সাথে এই জীবন উদযাপন করতে চাই, প্রিয়। এই দিনটির অনেক অনেক শুভ প্রত্যাবর্তন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুনে ভালোবেসে ব্যবসায়ী নাসিরকে বিয়ে করে চমক। তাদের বিয়ের দেনমোহর ছিল মাত্র ৯ টাকা। যদিও বিয়ের পর অভিনেত্রীর স্বামীর আগের বিয়ে নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে সেসবে পাত্তা দেননি চমক। বর্তমানে স্বামীর সঙ্গে সুখেই দিন পার করছেন অভিনেত্রী।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আপনি সবকিছু পাবেন যদি আপনি মনে থেকে চেয়ে থাকেন: চমক
‘এভাবে পেটালে, সামনের বছর আর ইলিশ পাঠাবো না’
হঠাৎ অভিনেত্রী চমকের রহস্যময় স্ট্যাটাস
কেউ কেউ ত্রাণ বিক্রিও করে দিয়েছে: চমক