ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নারী বিক্রয়কর্মীর নির্মম পরিণতির গল্প নিয়ে ‘সেলস গার্ল’

আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ০৪:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আমাদের শহরে এখন অনেক সেলস গার্ল দেখা যায়। বিভিন্ন শপিং কমপ্লেক্সে নারী বিক্রয়কর্মীর সংখ্যা বাড়ছে। তবে আমাদের অনেকেরই অজানা, এই সেলস গার্লদের জীবন আসলেই কেমন। সম্প্রতি মুক্তি পেয়েছে রুবেল আনুশের নির্মাণে ‘সেলস গার্ল’ নাটকটি। এটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।

বিজ্ঞাপন

নাটকের গল্প শপিং কমপ্লেক্সের একটি দোকানের নারী বিক্রয়কর্মীকে কেন্দ্র করে। এতে সেলস গার্ল চরিত্রে অভিনয় করেছেন অনিন্দিতা মিমি। গল্পে দেখা যায়, এই নারী বিক্রয়কর্মীর অভিলাষ তাকে ভুল পথে চালিত করে। যে ভুলের মাসুলে তাকে নির্মম পরিণতির মধ্য দিয়ে যেতে হয়।

যদিও এটার জন্য সে দায়ী নয়, তবে ঘটনা এমনটাই ঘটে। এ নাটকে আছেন সুদীপ বিশ্বাস দীপ ও বাপ্পীসহ অনেকেই। নাটকটির গল্প ও নির্মাণ সামাজিক মাধ্যমে তুমুল প্রশংসা পাচ্ছে। 

বিজ্ঞাপন

ক্লাব এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই নাটকের মন্তব্য বাক্সে গল্প ও নির্মাণ নিয়ে প্রচুর ইতিবাচক মন্তব্য পাওয়া যাচ্ছে। রাকিব হোসেন নামে একজন লেখেন, নারী ভুল মানুষের কাছে ঠকে। আর সঠিক মানুষকে নিজের ইচ্ছামতো ঠকায়।

এ বিষয়ে নির্মাতা রুবেল আনুশ বলেন, খুব সুন্দর একটি প্লটে আমাদের চিত্রনাট্য এগিয়েছে। আমি চেয়েছি এই নাগরিক জীবনের একজন সেলস গার্লের জীবনযাপন তুলে আনতে, যেন নিখুঁত হয়। এরপর গল্পের খাতিরে আমাকে নানাদিকে বাঁক নিতে হয়েছে। আমি মনে করি, এই নাটক দর্শকদের ভালো লাগবে, লাগছে এবং ধীরে ধীরে এ নাটকের ভিউ কল্পনাতীত হবে।

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |