• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফিলিস্তিনের সঙ্গে শান্তি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: রিয়াদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২০, ১৫:৪৪
Saudi FM says no ties with Israel until peace with Palestinians
জেরুজালেম পোস্ট থেকে নেয়া

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বুধবার বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না রিয়াদ। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে চুক্তি হওয়ার পর এই প্রথম কোনও সৌদি শীর্ষ কর্মকর্তা ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে মন্তব্য করলেন। খবর জেরুজালেম পোস্টের।

তিনি বলেন, আরব শান্তি প্রচেষ্টার সঙ্গে মিল রেখে কৌশলগত অপশন হিসেবে শান্তির ব্যাপারে সৌদি আরব অঙ্গীকারবদ্ধ।

আরব শান্তি পরিকল্পনা অনুযায়ী, ১৯৬৭ সাল পূর্ব-সীমারেখার সঙ্গে মিল রেখে সরে যেতে হবে ইসরায়েলকে। এছাড়া ১৯৪৮ সালের স্বাধীনতার যুদ্ধের সময় শরনার্থী হওয়া ফিলিস্তিনি ও তাদের বংশধরদের ফিরে আসার অনুমতি দিতে হবে। জাতিসংঘের হিসাবে এই ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ৫০ লাখ। শান্তি পরিকল্পনা যা সৌদি শান্তি পরিকল্পনা নামেও পরিচিত, অনুযায়ী, এসব শর্ত মানার পরই ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর মধ্যে শান্তি এবং সম্পর্ক করা যেতে পারে।

এদিকে ‘একক সিদ্ধান্তে অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত এবং বসতি স্থাপনকে অবৈধ’ বলে বর্ণনা করেছেন বিন ফারহান। একই সঙ্গে দুই রাষ্ট্র সমাধানের ব্যাপারে সৌদি আরব বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি।

আমিরাত ও ইসরায়েলের মধ্যকার চুক্তি অনুযায়ী পূর্ব জেরুজালেমের জুদেয়া ও সামারিয়ায় কোনও ইসরায়েলি কার্যক্রম স্থগিত করার কথা বলা হয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী চুক্তির এই অংশটিকে ‘ইতিবাচক হিসেবে দেখা যেতে পারে’ বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন:

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
ইসরায়েলের হামলায় গাজায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় নিহত আরও অর্ধশত ফিলিস্তিনি
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৭৬