সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রুশ ও মার্কিন সাঁজোয়া যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনার জন্য একে-অপরকে দায়ী করেছে রুশ ও মার্কিন সরকার। খবর বিবিসির।
সাঁজোয়া যানে সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন মার্কিন সেনাসদস্য আহত হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার একটি ভিডিও সম্প্রচার করেছে রাশিয়ার জাতীয়তাবাদী ওয়েবসাইট রুশভেসনা ডট এসইউ।
পরে ভিডিও টুইটারে রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, মরুভূমিতে মার্কিন একটি সাঁজোয়া যানকে ধাক্কা দিচ্ছে রুশ একটি সাঁজোয়া যান। এসময় আকাশে রাশিয়ান একটি হেলিকপ্টার উড়তে দেখা যায়।
রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র তাদের টহলে বাধা দিয়েছে। বুধবার ওই সংঘর্ষের ঘটনার খবর জানাজানি হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা মার্কিন সেনাবাহিনীকে আগেই জানিয়েছিল যে ওই এলাকায় টহল দেবে রুশ সেনাবাহিনী।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এটা সত্ত্বেও মার্কিন সেনাবাহিনীর সদস্যরা রুশ টহল টিমকে বাধা দেয়ার চেষ্টা করে।
তারা জানিয়েছে, এর জবাবে এবং তাদের মিশন চালিয়ে নেয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে রাশিয়ার মিলিটারি পুলিশ।
এদিকে হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) জানিয়েছে, রাশিয়ার একটি যান মার্কিন মাইন-রেজিসটেন্ট অল-টেরিয়ান ভেহিক্যালকে ধাক্কা দিয়েছে। এতে গাড়ির ক্রুরা আহত হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর একটি সূত্র দ্য পলিটিকোকে জানিয়েছে, এ ঘটনায় চারজন মার্কিন সেনাসদস্য সামান্য আহত হয়েছে।
এ