ঢাকাWednesday, 16 April 2025, 3 Boishakh 1432

চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করছে যুক্তরাষ্ট্র

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০২:০২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার  (৯ এপ্রিল) থেকেই এটি কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

মঙ্গলবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানায় লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমটি।

তবে, বিকেলে মধ্যে মার্কিন পণ্যের ওপর থেকে ‍শুল্ক প্রত্যাহার করতে চীনকে আল্টিমেটাম দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বেইজিং মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে হোয়াইট হাউস।

বিজ্ঞাপন

এর আগে, এক্স, ট্রুথ সোশ্যালসহ একাধিক যোগাযোগমাধ্যমে পোস্টে ট্রাম্প লেখেন, তেলের দাম কমেছে, সুদের হার কমেছে, খাদ্যের দাম কমেছে, কোনো মূল্যস্ফীতি নেই। যেসব দেশ আমাদের শোষণ করত, শুল্কের মাধ্যমে তাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অবহেলিত যুক্তরাষ্ট্র এখন সপ্তাহে বিলিয়ন বিলিয়ন ডলার আদায় করছে। 

এসব পোস্টে চীনকে ‘সবচেয়ে বড় শোষক’ বলে আখ্যা দিয়ে ট্রাম্প আরও লেখেন, সবচেয়ে বড় শোষক চীনের বাজার ভেঙে পড়ছে। তারা আমার সতর্কবার্তা উপেক্ষা করে, পাল্টা প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ অগ্রাহ্য করে আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে- যা তাদের আগের অবিশ্বাস্য উচ্চ শুল্কগুলোর ওপর বসানো হয়েছে! 

আরেক পোস্টে ট্রাম্প চীনকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই ৩৪ শতাংশ শুল্ক মঙ্গলবারের মধ্যে প্রত্যাহার না করলে পরদিন চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি।

বিজ্ঞাপন

এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প শুরুতে চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। এরপর রেসিপ্রোকাল শুল্কের আওতায় আরও ৩৪ শতাংশ শুল্ক বসানো হয়।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |