কুরআন পোড়ানোর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে সুইডেন
সুইডেনের পুলিশ জানিয়েছে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের ঘটনায় দেশটির দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে দাঙ্গার ঘটনা ঘটেছে। তারা বলছে, শুক্রবার মালমো শহরে এই প্রতিবাদে ৩০০ লোক অংশ নেয়।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভকারীরা পুলিশের দিকে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারে এবং গাড়ির টায়ারে আগুন দেয়। এর একদিন আগে মালমো শহরে ডানপন্থী চরমপন্থীরা কুরআনের একটি কপি পোড়ায়।
ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ জানাতে রাস্তায় নেমে আসে মানুষজন। পুলিশের মুখপাত্র বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু আমরা সক্রিয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
তিনি বলেন, আজ (শুক্রবার) এবং গতকাল (বৃহস্পতিবার) যা ঘটেছে তার মধ্যে আমরা একটি সংযোগ খুঁজে পাচ্ছি।
ওই মুখপাত্র বলেন, যে স্থানে কুরআন পোড়ানো হয়, বিক্ষোভকারীরা সেখানেই জড়ো হয়।
সুইডেনের স্থানীয় সংবাদপত্র দৈনিক আফটুনব্লাডেট জানিয়েছে, শুক্রবার মালমো শহরে বেশ কিছু ইসলাম বিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়। এর মধ্যে একটি পাবলিক স্কয়ারে তিনজন ব্যক্তি কুরআনকে একে অপরের কাছে লাথি দিয়ে দেয়।
আফটুনব্লাডেট জানিয়েছে, ডেনমার্কের চরম ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদানকে মালমো শহরে একটি বৈঠকের অনুমতি না দেয়া এবং তাকে সুইডেনের সীমান্তে আটকানোর পর ইসলাম বিরোধী বিক্ষোভের ঘটনা ঘটে। সেখানেই কুরআন পোড়ানো ও লাথি মারার ঘটনা ঘটে।
এ
মন্তব্য করুন