গল টেস্টের চতুর্থ দিনে সফরকারী বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবরে, স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৮৭ রান।
বাংলাদেশের চেয়ে ১৮২ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে লঙ্কানরা। উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে ও উপল থারাঙ্গার সাবধানী ব্যটিংয়ে শুরুটা ভালোই হয় শ্রীলঙ্কার।
কিন্তু লঙ্কানদের রানের এ দৌড় থামিয়ে দেন তাসকিন আহমেদ। করুনারত্নে ঠিকমত বলের সঙ্গে ব্যাট লাগাতে পারলেন না। ডিপ স্কয়ার লেগ থেকে ছুটে এসে ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ।
বড় স্কোর করতে না পারায় প্রথম ইনিংসের জন্য আক্ষেপ ছিল করুনারত্নে। আশা ছিল এবার ইনিংস বড় করবেন। কিন্তু পারলেন না এবারও। ফিরেন ৩২ রানে।
এরআগে নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৪৯৪ রানে জবাবে ব্যাট করতে নেমে ৩১২ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।