ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গ্রীষ্মের রোদেও গলে না বিশ্বের প্রথম বরফ হোটেল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ মার্চ ২০২১ , ০৫:১১ পিএম


loading/img
সংগৃহীত

যদিও বরফ গ্রীষ্মকালে গলে যায়। কিন্তু বিশ্বের প্রথম বরফ হোটেল গ্রীষ্মেও গলে না। বরং বছরের সব সিজনেই পুরো ৩৬৫ দিন খোলা থাকে এই হোটেল। আর্টিক সার্কেলের ২০০ কিলোমিটার উত্তরে উত্তরাঞ্চলীয় সুইডেনের ছোট একটি গ্রাম জুক্কাসজারভি গ্রামে এই হোটেলটির অবস্থান।

বিজ্ঞাপন

এই হোটেলটির নাম আইস হোটেল ৩৬৫। ২ হাজার ১০০ স্কয়ার মিটারের ওপর নির্মিত এই হোটেলে আর্ট এবং ডিলাক্স সুইট রয়েছে। একটি আইস বার এবং একটি এক্সপেরিয়েন্সি রুম রয়েছে। যেখানে ছবি, আর্ট এবং ছোট ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে আইস হোটেলের ইতিহাস জানা সম্ভব।

আরও পড়ুন : স্বামীকে স্কুটিতে করে শ্বশুরবাড়ি গেলেন নতুন বউ!

হোটেলটির কাঠামো স্টিল এবং কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে। আর এটির ওপর ২ হাজার স্কয়ার মিটার আস্তরণ দেয়া হয়েছে। হোটেলের ছাদের ওপর ২০ সেন্টিমিটার আস্তরণ দেয়া হয়েছে, যাতে গ্রীষ্মে বরফ গলে না যায়।

আরও পড়ুন : ভারতে স্বর্ণের দাম কমলো ১০ হাজার

আইস হোটেল ৩৬৫-এ দিনের বেলা চিত্রকর্ম প্রদর্শন করা হয়। আর রাতের বেলা এটা হোটেল হিসেবে ব্যবহার করা হয়। এর মানে হচ্ছে, আপনি চিত্র ও শিল্পকর্মে ঘেরা একটি চিত্রশালায় ঘুমাবেন। যেগুলো স্থানীয় শিল্পীরা বরফ এবং তুষার দিয়ে তৈরি করেছে।

হোটেলটিতে আরামদায়ক বিছানার পাশাপাশি গেস্টদের জন্য টয়লেট এবং লক করা যায় এমন ছোট ক্যাবিনেট রয়েছে। এছাড়া পাশের ভবনে একটি শেয়ারড সৌনা এবং শাওয়ার এরিয়া রয়েছে। আবার হাতে তৈরি বরফের গ্লাসে করে পানীয় সার্ভের ব্যবস্থাও রয়েছে হোটেলটিতে।

আরও পড়ুন : তৃষ্ণায় কাতর পানি পান করতে আসা কিশোরীকে দিনদুপুরে ধর্ষণের পর মাটিচাপা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |