ফেসবুকে ভিডিও পোস্ট করে ২০তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন অর্জুন ভরদ্বাজ নামের শিক্ষার্থী।
২৪ বছরের অর্জুন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। ভারতের মুম্বাইয়ের হোটেল তাজল্যান্ড থেকে সোমবার সকালে তিনি লাফ দেন। অর্জুনের পরিবার ব্যাঙ্গালুরুতে থাকে।
সুইসাইড নোটে অর্জুন জানিয়েছেন, ডিপ্রেশনের কারণেই এই পথ বেছে নিয়েছেন তিনি।
মুম্বইয়ের ওই হোটেলের এক কর্মী বলেন, সোমবার দুপুরে ঘটনার আগে তিনি পাস্তার অর্ডারও দেন।
পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে অর্জুন সঠিক কাগজপত্র দেখিয়ে হোটেলে ওঠে। এর কয়েক ঘণ্টা পর কক্ষের জানালা ভেঙে লাফ দেন।
লাফ দেয়ার আগে অর্জুন ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যাতে আত্মহত্যার আগে কি কি করতে হবে তা আছে।
ভিডিওতে অর্জুন বলেন, আত্মহত্যা করার আগে কিছু কাজ করতে হবে। প্রথমে নোট লিখে রাখবেন। এরপরে প্রচুর মদপান করবেন। তখন সুন্দর পৃথিবীটাকে দেখবেন এবং বেকন পাস্তা খাবেন।
ভিডিওতে তার শেষ বাক্যটা ছিল, ‘বিদায় বন্ধু, দেখা হবে ওই দুনিয়ায়।’
পুলিশ পরে অর্জুনের কক্ষ থেকে একটি সুইসাইট নোট উদ্ধার করে। এতে লেখা, ‘আমি একজন মাদকাসক্ত। আর বাঁচতে চাই না।’
এপি/ এমকে