ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

জন্মদোষ কাটাতে নিজের ছাত্রকেই বিয়ে করলেন শিক্ষিকা!

​​​​​​​আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ মার্চ ২০২১ , ০৯:৪৬ এএম


loading/img
প্রতীকী ছবি

জন্মকুণ্ডলীতে দোষ রয়েছে। আর তা কাটাতে পুরোহিতের নির্দেশে নিজেরই এক নাবালক ছাত্রকে বিয়ে করলেন এক গৃহশিক্ষিকা। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের জালন্ধরের বসতি বাওয়া খেল এলাকায়।

বিজ্ঞাপন

জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষ পাওয়া যায় ওই নারীর। এমতাবস্থায় তার বিয়ে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে ওই নারীর পরিবার। এজন্য পুরোহিতের দ্বারস্থ হয় তারা। তিনি জানান, এক নাবালকের সঙ্গে প্রতীকী বিয়ে করলে এই দোষ কাটানো সম্ভব।

আরও পড়ুনঃ  ভিক্ষা দেয়ার কথা বলে বৃদ্ধাকে ধর্ষণ করে টাকা হাতিয়ে নিলো যুবক

তাই বিয়ে করতে নিজের ক্লাসের ১৩ বছরের এক কিশোরকে বেছে নেন ওই নারী। তিনি ওই কিশোরের বাড়িতে জানান, পড়াশোনার জন্য শিশুটিকে তার বাড়িতে এক সপ্তাহ থাকতে হবে।

পরে ছেলেটি তার বাড়ি ফেরার পর এই ঘটনা জানাজানি হয়। এরপর ওই কিশোরের অভিভাবকরা বসতি বাওয়া খেল থানায় অভিযোগ দায়ের করে।

ওই কিশোর জানায়, তার শিক্ষিকার পরিবার তার সঙ্গে জবরদস্তি বিয়ের বিভিন্ন প্রথা পালন করে। পরে তার শিক্ষিকার হাতের চুড়ি ভেঙ্গে তাকে বিধবা ঘোষণা করা হয়। এমনকি শোক অনুষ্ঠানও করা হয়।

বিজ্ঞাপন

অভিযোগ দায়েরের পর থানায় যান ওই নারী। তিনি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। অভিযোগ তুলে নিতে কিশোরের পরিবারকে চাপও দেয়া হয়।

এদিকে দুই পরিবারের বোঝাপড়ায় অভিযোগ তুলে নেয়া হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় স্টেশন হাউস অফিসার গগনদীপ সিংহ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |