ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

অক্সিজেন ট্যাংকে ছিদ্র হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২১ এপ্রিল ২০২১ , ০৩:৫৫ পিএম


loading/img
সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যে নাসিকে একটি হাসপাতালে ভেন্টিলেটরে থাকা ২২ জন করোনা রোগীর মর্মান্তিক ‍মৃত্যু হয়েছে। বুধবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে এ কথা জানিয়েছেন। একটি স্টোরেজ ট্যাংকে অক্সিজেন লিকেজ হওয়ার কারণে ওই রোগীদের মৃত্যু হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মর্মান্তিক এই মৃত্যুর ঘটনার পর তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তোপে। নাসিক পৌরসভা করপোরেশন পরিচালিত একটি হাসপাতালে ওই রোগীরা চিকিৎসা নিচ্ছিলেন। ওই হাসপাতালের নাম জাকির হোসেন হাসপাতাল।

তোপে বলেন, আমরা যতদূর জেনেছি অক্সিজেন ট্যাংকে ছিদ্র পাওয়া গেছে। এই ট্যাংক থেকে এই রোগীদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল। কিন্তু ট্যাংকে ছিদ্র থাকায় অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হয়ে এই রোগীদের মৃত্যু হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মহারাষ্ট্র সরকার এই ঘটনা খতিয়ে দেখবে এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। তদন্ত শেষ হওয়ার পর সরকারের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হবে বলেও জানান তিনি। স্টোরেজ প্লান্টে ছিদ্র হয়ে অক্সিজেন বের হয়ে যাচ্ছে এমন একটি ভিডিও বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |