ঢাকাFriday, 09 May 2025, 26 Boishakh 1432

ভারতে করোনায় শনাক্ত ও মৃ'ত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৭ জুলাই ২০২১ , ১১:৩২ এএম


loading/img
ফাইল ছবি

চলমান করোনাভাইরাস মহামারিতে ভারতে দৈনিক শনাক্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েছে। তবে দেশটিতে সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থতার হারও। বুধবার (৭ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৭৩৩ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী বেড়েছে ৯ হাজার। সবমিলিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জনে।

অন্যদিকে একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে প্রায় ৪০০। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪ হাজার ২১১ জন।

বিজ্ঞাপন

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ২৪০ জন। সবমিলিয়ে ঘরে ফেরার সংখ্যা বেড়েছে ২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ৫৩৪ জনে। 

এছাড়া ভারতে এখন পর্যন্ত টিকা পেয়েছেন ৩৬ কোটি ১৩ লাখ মানুষ। চলতি বছরের ১৬ জানুয়ারি দেশটিতে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়।

এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |