ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

২০২৪ সালে বিশ্বের ৩০ দেশে নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ , ১২:৪০ এএম


loading/img
ফাইল ছবি

২০২৪ সালের ৩০টি দেশে প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার মধ্যে প্রধান ৫টি নির্বাচনের দিকে নজর বিশ্ববাসীর। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত মেক্সিকো।

বিজ্ঞাপন

আমেরিকানরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন ২০২৪ সালের নভেম্বর। নির্বাচনে জো বাইডেন ক্ষমতায় এলে মেয়াদপূর্তিতে তার বয়স দাঁড়াবে ৮৬ বছর।

জরিপে দেখা গেছে, দেশটির বেশিরভাগ ভোটার মনে করেন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে জো বাইডেনের।

বিজ্ঞাপন

কেননা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ৭৭ বছর বয়সি ডোনাল্ড ট্রাম্প একাধিক ফৌজদারি মামলাসহ বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করছেন। তাই ভোটারদের মনে যার নেতিবাচক প্রভাব পড়েছে।

এদিকে, আগামী বছর মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে ফের ভ্লাদিমির পুতিনই হচ্ছেন রুশ প্রেসিডেন্ট। এমনটাই মনে করেন দেশটির সাধারণ মানুষ।

ডিসেম্বর পঞ্চমবারের মতো ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাতে দেখা যায় ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি।

বিজ্ঞাপন

তবে ১৯ বছরের সাজা ভোগ করছেন পুতিনের প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনি। তাইতো পুতিনের পথ পরিষ্কার।

প্রেসিডেন্ট হিসেবে পুতিনেই আসছেন রাশিয়ার রাষ্ট্রক্ষমতায় এমনটাই ভাবছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

২০২৪ সালের এপ্রিল-মে মাসে নেতা নির্বাচনে ভোট দেবেন ভারতের প্রায় এক বিলিয়ন মানুষ। তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়ার আশা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল বিজেপি।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ৪০ কোটির বেশি মানুষ ভোট দেবেন ২০২৪ সালের জুন মাসে। বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জের মধ্যে থাকা নতুন নেতৃত্ব নির্বাচন করবে এই জোট।

অপরদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের জুনে। এছাড়াও ২০২৪ সালে বিশ্বের অনেক দেশে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |