• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

নেপালে বন্যা, ভূমিধসে নিহত বেড়ে ১২৬

ডয়েচে ভেলে

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
নেপালে বন্যা
সংগৃহীত

নেপালে ভারি মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়েছে। এ ঘটনায় সর্বশেষ ১২৬ জন নিহতের খবর পাওয়া গেছে৷ অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন৷

নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে৷ নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে সরকার৷ মঙ্গলবার থেকে দেশটিতে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে৷ এতে হিমালয় বেষ্টিত দেশটির পূর্বাঞ্চল এবং মধ্যভাগ বেশি ক্ষতির মুখে পড়েছে৷ দেশের বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে৷ দেশজুড়ে স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার৷

রোববার আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতির পর উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ৷ বেশি আক্রান্ত রাজধানী বন্যা এবং ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমালয়ের পাদদেশে অবস্থিত রাজধানী কাঠমান্ডু ও এর পার্শ্ববর্তী জেলাগুলো৷ নিহতদের অর্ধেকই রাজধানী এলাকার৷

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাজধানী কাঠমান্ডুতে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে৷ আবাসিক এলাকাগুলো পানিতে ডুবে গিয়েছে৷ তাছাড়া ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ কাঠমুন্ডুর পার্শ্ববর্তী হাইওয়েতে দুটি বাস থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ বাস দুটি মটিতে চাপা পড়েছিল৷ হাইওয়েটিতে আরো যানবাহন মাটির নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে৷

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁথিয়ায় অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত
ভারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, মরদেহ হস্তান্তর
ভোলায় বয়লার বিস্ফোরণে নিহত ১
ইসরায়েলি হামলায় লেবানন ও গাজায় নিহত আরও ৪৫